দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৮

অ্যাটকোর সভাপতি পদে আবার নির্বাচন, নতুন মহাসচিব আরিফ হাসান

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দুটি প্রার্থী সমান ভোট পাওয়ায়, শুধুমাত্র এই পদের জন্য পরবর্তী সময়ে পুনরায় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরী দায়িত্বে থাকবেন।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব পদে আরিফ হাসান, এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন।

৬ নভেম্বর, রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অ্যাটকোর অষ্টম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতিত্ব করেন অ্যাটকোর বর্তমান সভাপতি এবং মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

এই অনুষ্ঠানে প্রথমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, এরপর পরিচালকমণ্ডলীর জন্য ১৫ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যরা হলেন: অঞ্জন চৌধুরী (মাছরাঙা টেলিভিশন), মোহাম্মদ মোসাদ্দেক আলী (এনটিভি), মোস্তফা কামাল (একাত্তর টিভি), ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি নিউজ), আব্দুল হক (বাংলা ভিশন), আরিফ হাসান (দেশ টিভি), জহিরুদ্দিন মাহমুদ মামুন (চ্যানেল আই), মো. জসিম উদ্দিন (আরটিভি), মো. লিয়াকত আলী খান মুকুল (এশিয়ান টিভি), টিপু আলম মিলন (বৈশাখী টিভি), কাজী জাহেদুল হাসান (দীপ্ত টিভি), আব্দুস সালাম (ইটিভি), নাভিদুল হক (নাগরিক টিভি), মো. হাসান (সময় টিভি) এবং সাফওয়ান সোবহান (টি স্পোর্টস)।

পরবর্তীতে, তারা কার্যনির্বাহী কমিটির জন্য ভোট প্রদান করেন, তবে সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে সমান ভোট পাওয়ায় পুনরায় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট