দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২৯

কক্সবাজারে ‘ঠাণ্ডা গরম’ এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে শুক্রবার।

কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে সারাবছর বিভিন্ন ধরনের ফলের জুস নিয়ে চালু হয়েছে দেশের বিখ্যাত জুসের দোকান ‘ঠাণ্ডা গরম’-এর নতুন আউটলেট। শহরের জনপ্রিয় সৈকত কলাতলি এলাকায়, ৯৯ ব্রাইডাল হাউসের সামনে অবস্থিত এই দোকানের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।  গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ‘ঠাণ্ডা গরম’ বিভিন্ন ডিসকাউন্ট ও অফার ঘোষণা করেছে। এছাড়া, ওই দিন অতিথিরা বিনামূল্যে বিভিন্ন ধরনের জুসের স্বাদ নিতে পারবেন।

 

‘ঠাণ্ডা গরম’-এর বিশেষত্ব হলো এখানে সারাবছর পাওয়া যাবে প্রায় ৩০ রকমের তাজা ফলের মজাদার ও স্বাস্থ্যকর জুস। এসব জুসে থাকছে মৌসুমী ফলের যেমন কাঁচা ও পাকা আম, তরমুজ, আনারস, স্ট্রবেরি, লিচু, পেঁপে, পেয়ারা, ড্রাগন, জলপাই, মাল্টা, লেবু, আমলকি, আমড়া, আঙুর, বরই, চালতা, লটকনসহ আরও অন্যান্য ফলের রস।

 

এছাড়া, দোকানটির আরেকটি আকর্ষণ হলো এখানে সারাবছর ফ্রি টেস্টিং-এর ব্যবস্থা রাখা হয়েছে এবং নিজেদের তৈরি আইসক্রিম পপসিকলও পাওয়া যাবে।

 

‘ঠাণ্ডা গরম’-এর উদ্যোক্তা ফাহাদ নুর শিউল জানান, কক্সবাজারের মতো পর্যটন শহরে স্বাস্থ্যকর পানীয়ের চাহিদা বাড়ছে। তিনি বলেন, “এই ধরনের জুস বার পর্যটকদের আকর্ষণ করবে এবং তাদের স্বাস্থ্য রক্ষা করতে ভূমিকা রাখবে। ইতোমধ্যে অনেক পর্যটক এখানে এসে তাজা ফলের জুসের স্বাদ নিতে ভিড় করছেন।”

 

কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা ও উদ্যোক্তারা আশা করছেন, পর্যটন শহরে এই ধরনের নতুন এবং ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় ব্যবসায়িক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট