দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৬

মন্ত্রিত্ব কোনো অর্জন না পাবলিক সারভেন্টের দায়িত্ব মাত্র’

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন দেশের খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্ব গ্রহণের পরই তার পুরোনো কিছু স্ট্যাটাস সামনে আনা হয়েছে, এবং তাকে আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ফারুকী। গত মঙ্গলবার রাতে ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি আওয়ামী সরকারের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান তুলে ধরেন। ফারুকী বলেন, “২০১২ সাল থেকেই আমি এই জালিম সরকারের পতন চাইছিলাম।” তিনি লিখেন, “এখন যা আমাকে করতে হচ্ছে, তা কখনো ভাবিনি। আমি মাত্র দুই দিন হলো কাজ শুরু করেছি, এবং আমার মন্ত্রণালয়ে সহকর্মীদের মধ্যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন আনতে চাই, যা স্বল্প এবং দীর্ঘমেয়াদে সংস্কৃতি কর্মীদের কাজে আসবে। দায়িত্বটি নেওয়ার পর আমি সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে এসে পড়েছি এক অবিশ্বাস্য অভিযোগের মুখে—আমি নাকি ফ্যাসিস্টের দোসর!”

 

ফারুকী আরও বলেন, “যেই ফ্যাসিস্টকে উৎখাত করতে আমি জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৬ই জুলাই যোগ দিয়েছিলাম, আমি কি সেই ফ্যাসিস্টের সহযোগী? আমি তো বিপ্লবী নই, আমি ছিলাম এবং আছি একজন ফিল্মমেকার। আমার পরিচয় আমি গর্বিত, এবং আমি বিশ্বাস করি, আমাকে যদি মনে রাখা হয়, তা হবে একজন নির্মাতা হিসেবেই, মন্ত্রী হিসেবে নয়।”

 

তিনি জানান, মন্ত্রিত্ব তার কাছে কোনো অর্জন নয়, এটি শুধুমাত্র পাবলিক সার্ভেন্টের দায়িত্ব। “এখন এই দায়িত্ব নিয়েছি, জীবন থেকে কোনো লাভ-ক্ষতির চিন্তা না করে, আল্লাহর রহমতে আমার দেশকে কিছু দেয়ার চেষ্টা করছি,” বলেন ফারুকী।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট