দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩০

নেদারল্যান্ডস দিচ্ছে স্নাতকোত্তরে স্কলারশিপ, আবেদন করবেন যেভাবে

নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নন-ইউরোপীয় ইউনিয়ন (নন-ইউ) উভয় দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, যার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত। ইউনিভার্সিটি অব টোয়েন্টি নেদারল্যান্ডসের তৃতীয় বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট।

 

**সুযোগ-সুবিধা**:

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা এক বছরের জন্য ৩ হাজার ইউরো থেকে ২২ হাজার ইউরো পর্যন্ত সহায়তা পাবেন (১ ইউরো = ১২৮.৮৬ টাকা, ১০ নভেম্বর এর হারে)।

 

**আবেদনের যোগ্যতা**:

– আবেদনকারীকে ২০২৫/২০২৬ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব টোয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।

– আবেদনকারীর কাছে স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।

– ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস ৬.৫ অথবা টোফেল ৯০ স্কোর থাকতে হবে।

 

**আবেদন প্রক্রিয়া**:

প্রথমে ইউনিভার্সিটি অব টোয়েন্টিতে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। তারপর, শর্তসাপেক্ষে ভর্তির অফার লেটার পেলে আবেদনকারী তার স্টুডেন্ট আইডি নম্বরসহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

 

**আবেদনের শেষ তারিখ**:

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট