নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নন-ইউরোপীয় ইউনিয়ন (নন-ইউ) উভয় দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, যার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত। ইউনিভার্সিটি অব টোয়েন্টি নেদারল্যান্ডসের তৃতীয় বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট।
**সুযোগ-সুবিধা**:
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা এক বছরের জন্য ৩ হাজার ইউরো থেকে ২২ হাজার ইউরো পর্যন্ত সহায়তা পাবেন (১ ইউরো = ১২৮.৮৬ টাকা, ১০ নভেম্বর এর হারে)।
**আবেদনের যোগ্যতা**:
– আবেদনকারীকে ২০২৫/২০২৬ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব টোয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।
– আবেদনকারীর কাছে স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।
– ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস ৬.৫ অথবা টোফেল ৯০ স্কোর থাকতে হবে।
**আবেদন প্রক্রিয়া**:
প্রথমে ইউনিভার্সিটি অব টোয়েন্টিতে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। তারপর, শর্তসাপেক্ষে ভর্তির অফার লেটার পেলে আবেদনকারী তার স্টুডেন্ট আইডি নম্বরসহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
**আবেদনের শেষ তারিখ**:
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি।