দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪৩

জানা গেছে, এসএসসি ফরম পূরণের তারিখ এবং ফি।

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে, যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এ বছর, গত বছরের তুলনায় পরীক্ষার্থীদের ফি ১০০ টাকা বেড়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে শিক্ষার্থীরা ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে, এবং জরিমানাসহ ফি জমা দেয়ার সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত। বিলম্ব ফি জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

 

ফরম পূরণের ফি:

মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২ হাজার ১২০ টাকা (ব্যবহারিক ও কেন্দ্র ফিসহ) ফি আদায় করা যাবে, এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি হবে ২ হাজার ২৪০ টাকা। বিলম্ব ফি হিসেবে সর্বোচ্চ ১০০ টাকা নেওয়া যাবে। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন এবং সেশন চার্জ নেয়া যাবে না।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট