দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১৪:০৮

কাঠগড়ায় হাজি সেলিম অঝোরে কাঁদলেন, ৫ দিনের রিমান্ড মঞ্জুর

কাঠগড়ায় হাজি সেলিম ।

রাজধানীর লালবাগ থানার একাদশ শ্রেণির ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের এজলাসে হাজি সেলিমকে কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায়।

এর আগে, খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তার আইনজীবী রিমান্ড বাতিলের জন্য জামিন আবেদন করেন, এবং রাষ্ট্রপক্ষের পক্ষে বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকি শুনানি করেন।

রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেফতার করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী