দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫৬

নখ টিকিয়ে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস:

কিছু মানুষ নিয়মিত বিউটি পার্লারে গিয়ে নখের যত্ন নেন, আবার কেউ বাসাতেই নিজের মতো করে মেনিকিউর করেন। যেখানেই কাজটি করুন, সবারই চাওয়া থাকে নখের যত্নের স্থায়িত্ব। যারা বাসায় নখের মেনিকিউর করতে চান, তাদের জন্য কিছু পরামর্শ:

 

1. **নখ পরিষ্কার করুন:** নখে পলিশ থাকুক বা না থাকুক, নেইল রিমুভার ব্যবহার করে নখ পরিষ্কার করে নিন। এতে নখের পৃষ্ঠে থাকা তেল বা ময়লা সহজেই দূর হবে।

 

2. **কিউটিকল পরিচর্যা:** নখের চারপাশ পরিষ্কার করতে কাঠের চিকন কিউটিকল পুশার ব্যবহার করুন।

 

3. **নখ নিয়মিত কাটা:** নখকে নিয়মিত কেটে রাখুন। বর্তমানে নানা ধরনের নখের শেপ ট্রেন্ডে আছে, তবে বিশেষজ্ঞদের মতে, মাঝারি আকারের নখই ভালো। লম্বা নখের তুলনায় ছোট নখ কম ভাঙে, যত্ন নেওয়া সহজ এবং ময়লা কম জমে।

 

4. **পলিশ ব্রাশের সঠিক ব্যবহার:** পলিশ ব্রাশে সঠিক পরিমাণ নেইল কালার নিয়ে পুরো নখ রাঙান। একে সমানভাবে ছড়িয়ে দিতে ৩টি স্ট্রোক যথেষ্ট—প্রথমে এক পাশে, পরে অন্য পাশে এবং শেষে মাঝ বরাবর।

 

5. **প্রতিটি স্তরের মধ্যে অপেক্ষা:** পরবর্তী ধাপে যাওয়ার আগে অন্তত ২ মিনিট অপেক্ষা করুন। তাড়াহুড়া করলে নখের পলিশ সঠিকভাবে বসবে না।

 

6. **টপ কোট ব্যবহার:** পলিশের পর টপ কোট ব্যবহার করুন যাতে নখের রঙ সুরক্ষিত থাকে। এসময় নখের টিপ এবং শেষ অংশে আলাদা দৃষ্টি দিন।

 

7. **নখের যত্ন:** মেনিকিউর শেষ হওয়ার পর নিয়মিত নেইল অয়েল ব্যবহার করুন। এটি নখকে শুষ্ক হতে দেয় না এবং নখের স্বাস্থ্য ও সৌন্দর্য বৃদ্ধি করে।

 

এভাবে, বাসায়ও সঠিকভাবে মেনিকিউর করে নখের সৌন্দর্য বজায় রাখতে পারবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট