দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩১

গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক চলছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছয় উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

 

আহতরা সাত দফা দাবিতে বৈঠকে অংশগ্রহণ করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে- গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য মন্ত্রী বা উপদেষ্টাদের দেওয়া চিকিৎসার মানে সমান চিকিৎসা প্রদান, যারা নিজ খরচে চিকিৎসা নিয়েছেন তাদের খরচ পরিশোধ, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা কার্ডের মাধ্যমে মাসিক ভাতা ও পুনর্বাসন ব্যবস্থা, এবং শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতিরক্ষার্থে জাদুঘর প্রতিষ্ঠা ও গণ-স্বাক্ষর কর্মসূচি আয়োজন।

 

আরও কিছু দাবির মধ্যে রয়েছে- যারা শহীদ বা আহত হয়ে অঙ্গ হারিয়েছেন, তাদের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা এবং আগামীতে রাষ্ট্র সংস্কারের জন্য ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের মতামত গ্রহণের ব্যবস্থা করা।

 

গতকাল রাতভর তারা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে অবস্থান নিয়ে ছিলেন। তাদের সঙ্গে কথা বলার জন্য রাত আড়াইটার দিকে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা সেখানে উপস্থিত হন এবং দাবির বিষয়ে বৈঠক করার আশ্বাস দিলে তারা তাদের বিক্ষোভ শেষ করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট