দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪২

বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের নোটিশ, শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর শ্রীপুরে কাজে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায় এইচডিএফ অ্যাপারেলসের শ্রমিকেরা। পরে বিক্ষোভের ডাক দিয়েছেন তাঁরা। আজ সকাল ১০টার দিকেছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বেতন বকেয়া রেখে পোশাক কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলার জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে এ প্রতিবাদ শুরু হয়, যা বেলা ১১টা পর্যন্ত চলেছে। এই কারণে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের প্রভাব ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও পড়েছে।

কারখানাটি হলো **এইচডিএফ অ্যাপারেলস**, যেখানে আজ সকালে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টাঙানো হয়। সেখানে লেখা ছিল, “১২ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শ্রমিকরা অযৌক্তিক দাবি আদায়ের জন্য সব ধরনের কাজ বন্ধ রেখেছে এবং উচ্ছৃঙ্খল আচরণ করেছে। তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।”

শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন ও হাজিরা বোনাস এখনও পরিশোধ করা হয়নি। গত দুই দিন ধরে তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন, এবং আজ সকালে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে তাঁরা সড়কে অবস্থান নেন।

শ্রমিক মো. সমিউর রহমান জানান, কয়েক দফা তারিখ দিয়ে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। তিনি বলেন, “বেতন দাবি করতেই তারা গড়িমসি করছে, আর হঠাৎ আজ সকালে এসে দেখি কারখানা বন্ধ।”

অন্য শ্রমিক মোসা. আফসানা বলেন, “দুই মাস ধরে বেতন পাই না। ঘরভাড়া, দোকানের বকেয়া দিতেও পারছি না। আমাদের টাকা পরিশোধ করতে হবে।”

শ্রমিক মোসা. শাকিলা আক্তার জানান, “আমাদের বেতন পরিশোধ করলে আমরা চলে যাব। কাজ জানি, তবে আমাদের পাওনা টাকা পরিশোধ করতে হবে।”

এ বিষয়ে **এইচডিএফ অ্যাপারেলস** কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। মূল ফটকটি বন্ধ ছিল এবং কোনো কর্মকর্তা যোগাযোগে আসেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, “আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট