দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:০০

সাবেক সংসদ সদস্য হাজি সেলিম গ্রেপ্তার হয়েছেন

সাবেক সংসদ সদস্য হাজি সেলিম।

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল এলাকা থেকে আটক করা হয়েছে।

রোববার রাত ১২টার পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, হাজি সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল।

ডিবি সূত্রে জানা গেছে, হাজি সেলিমকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তিনি রাত কাটাবেন। সোমবার তাকে আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে।

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজি সেলিম এবং পরে হাসপাতালে আশ্রয় নেন। এর আগে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে তাকে ১৩ বছরের সাজা দেওয়া হয়। পরবর্তীতে ২০২২ সালে হাইকোর্ট তার সাজা কমিয়ে ১০ বছর করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট