রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের প্রশ্নে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের নেতারা বলেছেন, বর্তমান রাষ্ট্রপতিকে বিদায় না করলে তা জাতীয় জীবনের জন্য মহাসংকট হবে। তাই সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠিয়ে মতামত নিয়ে রাষ্ট্রপতিকে সরানোর প্রস্তাব করেছেন।
রাষ্ট্রপতি অপসারণসহ কয়েকটি দাবিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আজ এবি পার্টির সঙ্গে বৈঠক করেছে। সোমবার দুপুরে বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠক হয়, যেখানে আদালতের মতামত নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে এবি পার্টির সিনিয়র নেতারা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বৈঠক শেষে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান সাংবাদিকদের জানান, “প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রপতিকেও আমরা অবৈধ মনে করি। অবৈধ সংসদে নির্বাচিত রাষ্ট্রপতি অবৈধ।” তিনি বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ না করেন, তা দেশের জন্য মহাসংকট সৃষ্টি করবে।
মজিবুর রহমান আরও জানান, সুপ্রিম কোর্টে রেফারেন্স চাওয়া হতে পারে। তিনি বলেন, “রাষ্ট্রপতির পদে থাকার কোনো যৌক্তিকতা নেই। তার পদত্যাগ না হলে এই বিতর্ক চলতেই থাকবে।”
এবি পার্টির সদস্য সচিব জানান, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সুপ্রিম কোর্টে একটি রেফারেন্স পাঠানো হতে পারে। এর মাধ্যমে সাংবিধানিক সংকট বা শূন্যতা নিরসন সম্ভব।”
জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা বৈঠক শেষে বলেন, এবি পার্টির সঙ্গে তাঁদের আলোচনা ফলপ্রসূ ছিল। রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে তাঁরা একমত হয়েছেন এবং দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন।
বৈঠকের পর এবি পার্টি ছয়টি প্রস্তাব উত্থাপন করেছে, যার মধ্যে রাষ্ট্রপতির অবিলম্বে পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের বৈধতা নির্ধারণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠন অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, মুখপাত্র, রাজনৈতিক সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সহ আরো অনেক নেতা। এবি পার্টির পক্ষে বৈঠকে ছিলেন দলের সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিবসহ অন্যান্য নেতারা।