এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ২৮ জন মুক্তি পেয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানান। তিনি বলেন, গতকাল বুধবার সচিবালয়ে অবৈধ প্রবেশ করে বিক্ষোভের ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছিল। শাহবাগ থানার মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, বাকি ২৬ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
মামলায় অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। দুই মাস আগে, পরীক্ষার্থীদের বিক্ষোভের কারণে স্থগিত হওয়া এইচএসসি-সমমানের পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। ফল প্রকাশের পর এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে নতুনভাবে ‘বৈষম্যহীন’ ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা আবার সচিবালয়ে বিক্ষোভ করেন।
সচিবালয়ে এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা দেয় এবং পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া করে। এ সময় অনেক শিক্ষার্থীকে মারধর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচিবালয়ের কর্মীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১৫ অক্টোবর। মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩১ হাজার ৫৮, যার মধ্যে পাসের হার ৭৭.৭৮ শতাংশ। শিক্ষার্থীরা ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে নতুন করে মূল্যায়ন করার দাবি জানাচ্ছেন।
গতকাল সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় শিক্ষার্থীরা সেখানে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করেন। সচিবালয়ে প্রবেশের জন্য বিশেষ অনুমতিপত্র প্রয়োজন হলেও, শিক্ষার্থীরা সেখানে প্রবেশ করতে সক্ষম হন।