দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৩৭

স্বপ্নে কোন রঙের কী মানে?

কাল রাতে কি আপনি স্বপ্ন দেখেছিলেন? কিংবা তার আগের রাতে? স্বপ্নে কি রঙের ছটা ছিল, নাকি সাদাকালো? স্বপ্নের রং কি কোনো বিশেষ ইঙ্গিত দেয়? এসব প্রশ্ন মানুষ যুগ যুগ ধরে করে আসছে। আসুন, স্বপ্ন নিয়ে কিছু উত্তর খুঁজে দেখি।স্বপ্নের ওপর আমাদের মন ও মস্তিষ্কের প্রভাব থাকে। ঘুমের চক্রের ভিন্ন ধাপ পার হওয়ার পর, যখন ঘুম কিছুটা হালকা হয়, তখনই সাধারণত স্বপ্ন দেখা যায়। ঘুমানোর আগে যে চিন্তা বা মানসিক অবস্থায় থাকি, সেটারই এক ধরনের প্রতিফলন দেখা যায় স্বপ্নে। স্বপ্নের রংও আপনার মনের অবস্থার সঙ্গে জড়িত হতে পারে, বলছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক।

 

মানসিক অবস্থার ওপর ভিত্তি করে স্বপ্নে বিভিন্ন রং দেখতে পারেন। কী রং কী বোঝায়, তা জেনে নেওয়া যাক:

 

**১. সাদাকালো স্বপ্ন:** হতাশা বা মানসিক চাপের সময় সাদাকালো স্বপ্ন দেখা যায়। তবে সাদা রং আশাবাদও প্রকাশ করতে পারে।

 

**২. নীল রং:** ভালো কিছুর প্রত্যাশায় থাকলে নীল রঙের স্বপ্ন দেখতে পারেন, যদিও সাধারণত নীলকে আমরা বেদনার রং হিসেবে বিবেচনা করি।

 

**৩. হলুদ রং:** মনে আশার আলো ফুটতে শুরু করলে আপনি হলুদ রঙের স্বপ্নও দেখতে পারেন।

 

**৪. লাল রং:** কষ্ট বা অশুভ আশঙ্কা থাকলে লাল রঙের স্বপ্ন দেখা যেতে পারে।

 

**৫. বেগুনি রং:** আধ্যাত্মিকতা বা মানসিক আভিজাত্যের প্রতিফলন ঘটাতে পারে বেগুনি রঙের স্বপ্ন।

 

স্বপ্নের অর্থ যা-ই হোক না কেন, বাস্তবে আপনি কী করছেন, সেটাই আসল। স্বপ্ন দেখে তার মানে নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের জীবন ও সম্পর্কের যত্ন নিন। বাস্তব সমস্যাগুলোর সমাধানে মনোযোগ দিন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট