দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৪

কাজল ও আইলাইনার: রূপসজ্জার অপরিহার্য

### কেন পকেটের টাকা খরচ করে বাজার থেকে কাজল কিনবেন?

বাড়িতে বসেই পছন্দসই কাজল ও আইলাইনার তৈরি করে নিতে পারেন। এটি সময় এবং অর্থ উভয়ই বাঁচায়।

### কাজল তৈরি পদ্ধতি

কাজল প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং বর্তমানে এটি ফ্যাশনের একটি অপরিহার্য অংশ। বাজার থেকে টাকা খরচ না করে ঘরেই তৈরি করতে পারেন। কাজলের জন্য ঘি বা তেলের প্রদীপ ব্যবহার করে তৈরি করুন। তবে, মোমবাতির তৈরি কাজল ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ এটি চোখের জন্য ক্ষতিকর। প্রথমবার ব্যবহারের আগে ২-৪ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।

 

### আইলাইনার তৈরি পদ্ধতি

আইলাইনার তৈরি করতে, দুই চা চামচ নারিকেল তেল এবং চার চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এরপর এতে সামান্য চারকোল এবং আধা চা চামচ কোকো পাউডার যুক্ত করুন। মিশ্রণটি এয়ারটাইট পাত্রে রাখুন। ব্যবহার করার সময় সরু ব্রাশ বা তুলি ব্যবহার করুন। রঙিন আইলাইনারের জন্য নারিকেল তেল এবং অ্যালোভেরা জেলের সাথে বিট পাউডার, হলুদ গুঁড়া বা জায়ফল গুঁড়া মিশিয়ে লাল, গেরুয়া বা সোনালি আইলাইনার তৈরি করতে পারেন। ক্রিম আইলাইনার তৈরি করতে পেট্রোলিয়াম জেলি এবং যেকোনো রঙের আইশ্যাডো মিশিয়ে আপনার পছন্দের রঙের আইলাইনার তৈরি করতে পারেন।

 

**লেখক: উম্মে হানি**

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট