দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৮:২৯

আজ মোটরসাইকেল চালানোর দিন।

মোটরসাইকেলকে কেউ কেউ ‘গতির কবিতা’ বলে অভিহিত করেছেন! অনেকের কাছে মোটরসাইকেল চালানো মানে দুর্দান্ত কোনো গল্প লেখা, যেখানে পথের প্রতিটি বাঁকে থাকে নতুন চমক। কারো কাছে এটি কেবল একটি শখ নয়, বরং একটি জীবনধারা। একজন মোটরসাইকেলপ্রেমীর কাছে এই দ্বি-চক্রযান হলো সবচেয়ে প্রিয় জিনিস।

 

মোটরসাইকেলপ্রেমীরা এ ধরনের মতামত ভালোভাবে বুঝতে পারেন। কিছুদিন আগে একজন ব্যক্তি তাঁর মোটরসাইকেলের জন্মদিন উদযাপন করলেন ধুমধাম করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও瞬ত ছড়িয়ে পড়ল। একজন মোটরসাইকেল আরোহী, যিনি দেশের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ান, বলেছিলেন, “যদি সম্ভব হতো, আমি মোটরসাইকেল চালিয়ে চান্দের দেশেও চলে যেতাম!”

 

মোটরসাইকেল চালানোর নানা সুবিধা রয়েছে। এর মধ্যে প্রথমেই আসে মূল্যের বিষয়। মোটামুটি ক্রয়ক্ষমতার মধ্যে থাকার কারণে এটি ব্যক্তিগত বাহন হিসেবে অত্যন্ত জনপ্রিয়। ব্যক্তিগত স্বাধীনতা এবং সময় সাশ্রয়ের পাশাপাশি, অন্যান্য বাহনের তুলনায় পরিবেশের জন্যও এটি কম ক্ষতিকর।

 

আজ ১২ অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার, পালিত হচ্ছে মোটরসাইকেল চালনা দিবস। ২০১৫ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে। ডানলপ মোটরসাইকেল কোম্পানির পণ্য ব্যবস্থাপক চ্যাড গিয়ার এই দিবসের উদ্যোক্তা। উল্লেখ্য, ১৮৮৭ সালের অক্টোবরে জন বয়েড ডানলপ উদ্ভাবন করেন বায়ু ভরা টায়ার, যা মোটরসাইকেল জগতে এনে দেয় যুগান্তকারী পরিবর্তন।

 

মূলত, মোটরসাইকেল নিরাপত্তার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই দিবসটি পালিত হচ্ছে, যা আমাদের দেশে বিশেষভাবে জরুরি। গত মাসের তথ্য দেখলে মোটরসাইকেলের নিরাপত্তার গুরুত্ব বোঝা যায়। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনায় নিহতের ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১.৮৩ শতাংশ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের