দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২১

“পোশাকে থাকুক রঙের ছোঁয়া, থাকুক আরামের ছন্দও।”

শারদীয় দুর্গাপূজার সাজে থাকতে পারে আধুনিকতা ও ঐতিহ্যের মিশ্রণ। তরুণীরা পুরোনো ধাঁচের সাজকেই নতুনভাবে তুলে ধরতে পারেন। রঙিন নকশার পোশাক, মেকআপ ও গয়নায় আরামদায়কভাবে নিজেকে সাজিয়ে তোলা সম্ভব। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো, যা থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের সাজটি।

 

**বেণিতে ছিমছাম**

বেণি শুনলেই মনে হয় পুরোনো স্টাইল। অথচ এথনিক সাজে বেণি হতে পারে অন্যতম অনুষঙ্গ। বেণির বুননে দু–তিন রঙের কাপড় জড়িয়ে দিলে মুখের উজ্জ্বলতা বেড়ে যায়। এই চুলের সাজের সঙ্গে মানানসই গয়না হিসেবে ব্যবহার করা হয়েছে মাদুলি এবং রিকশার নকশা। হালকা নকশার হলেও রঙের উপস্থিতির কারণে পুরো সাজে চলে এসেছে পূজার আবহ। হাঁটু পর্যন্ত লম্বা কোটা কাপড়ের পোশাকের সঙ্গে মাথার এক পাশে পাতা নকশার দুটি দুল। চাইলে দুল না পরেও সাজটি সম্পূর্ণ করা সম্ভব। পোশাক ও গয়নার উজ্জ্বল রঙের কারণে মেকআপে রাখা হয়েছে ন্যুড টোন।

 

**কমলায় সৌন্দর্য**

অনেকেই উজ্জ্বল কমলা রঙের পোশাক পরতে দ্বিধা করেন, কিন্তু এই রঙের নিজস্ব এক ধরনের মাধুর্য রয়েছে যা উৎসবের অনুভূতি ফুটিয়ে তোলে। কমলা রঙের সুতির প্যান্টের সঙ্গে কোটা কাপড়ের টপ বেছে নেওয়া হয়েছে, যা আরামদায়ক ও উৎসবমুখর। মডেল সায়রার মতে, পোশাকটি এত নরম যে মাখনের মতো লাগে। ভারী কাজ না থাকলেও রঙের কারণে পোশাকটিতে উৎসবের আমেজ আছে। গলার বড় বিডসের মালাটি নজরকাড়া হলেও হালকা। মাটির তৈরি কানের টপটি ও বিডসের আরেকটি মালা বাঁধা হয়েছে চ্যাপটা খোঁপায়। মেকআপে ব্লাশ, লিপস্টিক ও আইশ্যাডোতে ব্যবহার করা হয়েছে ম্যাজেন্টা শেড।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট