দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১২:৩২

চুলের যত্নের পরেও শাইন ফিরে আসছে না? মেনে চলুন ৫টি সহজ নিয়ম:

প্রতিদিনের ধুলো-বালি ও দূষণ চুলের জন্য ক্ষতিকর, যা আমাদের চুলের জেল্লা কমিয়ে দেয়। কোথাও যাওয়ার আগে শাইন ফেরানোর জন্য অনেকেই দৌড়ে বের হন। কিন্তু কিছু সহজ নিয়ম মেনে চললে চুলের শাইন অটুট রাখা সম্ভব।

 

অনেকেই হাঁটু পর্যন্ত ঝলমলে চুলের স্বপ্ন দেখেন, কিন্তু চুলের নানা সমস্যার কারণে সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়। ধুলো-বালি ও দূষণের প্রভাব চুলের স্বাস্থ্যের ওপর পড়ে। এই কারণে ময়শ্চার হারিয়ে যায়, ফলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। দ্রুত শাইন ফেরাতে ময়শ্চারাইজিং হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন।

 

**আপেল সাইডার ভিনিগার**: রুক্ষ চুলে শাইন ফেরাতে নিয়মিত আপেল সাইডার ভিনিগার ব্যবহার করুন। ২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগালে চুল রেশমের মতো কোমল হবে এবং ঝলমল করবে।

 

**চিরুনির গুরুত্ব**: সঠিক চিরুনি বেছে নিন। সফট-ব্রাশ ব্যবহারে স্ক্যাল্পের ক্ষতি হবে না এবং ড্রাই স্ক্যাল্পের সমস্যা এড়ানো যাবে।

 

**পানি ব্যবহারে সচেতনতা**: গরম পানির বদলে ঠান্ডা পানি দিয়ে চুল ধোয়ার অভ্যাস করুন। ঠান্ডা পানি চুলের কিউটিকল বন্ধ করে এবং শাইন বজায় রাখে।

 

**সিল্কের বালিশ কভার**: বালিশে সিল্কের কভার ব্যবহার করলে ঘর্ষণ কম হয়, ফলে চুল রুক্ষ হয় না।

 

এখন থেকেই এসব নিয়ম মেনে চললে আপনার চুলের জেল্লা ফিরিয়ে আনতে পারবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট