বর্তমানে একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি—রোদ আর বৃষ্টির এই খেলা ত্বকের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এই অবস্থায় ত্বকের সুরক্ষায় চন্দন হতে পারে একটি কার্যকরী সঙ্গী। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা দূর করতে চন্দনের কার্যকারিতা অনেক। গুঁড়ো, তেল, প্যাক এবং স্ক্রাব—বিভিন্নভাবে ব্যবহার করা যায় চন্দন। তবে এর সঠিক ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী আফরিন মৌসুমী।
### চন্দন স্ক্রাব
আফরিন মৌসুমী জানিয়েছেন, প্রথমে চুলায় চন্দন কাঠ জ্বালিয়ে তার নির্যাস বের করে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। এরপর ১ কাপ চন্দনের নির্যাসের সঙ্গে ৫ থেকে ৬ কাপ পানি মিশিয়ে স্টিলের পাত্রে আবার জ্বাল দিতে হবে। এই মিশ্রণের সঙ্গে চিনি, গমের ভুসি এবং চন্দন গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একাধিক ফোঁটা লেবুর রস, নারকেল তেল বা জলপাই তেল যোগ করলে স্ক্রাব প্রস্তুত হবে। এই স্ক্রাব মৃত কোষ দূর করে, নিয়মিত ব্যবহারে রোদে পোড়া ভাব কমাতে এবং শরীরকে পলিশ করার কাজেও সাহায্য করে। বাসায় তৈরি স্ক্রাবটি ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যাঁদের ত্বক তৈলাক্ত ও ব্রণযুক্ত, তাঁরা রক্তচন্দনকে তুলসী ও পুদিনা পাতার রসে ভিজিয়ে ব্যবহার করলে উপকার পাবেন। চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহার করলেও সুফল পাওয়া যায়।
### চন্দন প্যাক
দুরকম চন্দন—রক্তচন্দন ও শ্বেতচন্দন—পাওয়া যায়। প্রায় সব ধরনের ত্বকে সারা বছর চন্দন ব্যবহার করা যায়। তবে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা লাল চন্দনের গুঁড়ো সরাসরি না লাগিয়ে, কাঁচা দুধে সারা রাত ভিজিয়ে ক্রিম তৈরি করে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য চন্দনের নির্যাস শোষণে একটু বেশি সময় লাগে, তবে এটি ত্বকের গভীরে ময়লা পরিষ্কার করে এবং ত্বকের জেল্লা ধরে রাখে। শুষ্ক বা সাধারণ ত্বকের জন্য সাদা চন্দনের গুঁড়ো পানিতে ভিজিয়ে সকালে মুখে লাগালে উপকার পাওয়া যায়।
### চন্দন তেল
চন্দনের তেল একটি কার্যকরী এসেনশিয়াল অয়েল। ১০০ মিলিলিটার নারকেল তেল অথবা জলপাই তেলের সঙ্গে ৩-৪ মিলিলিটার চন্দনের নির্যাস বা তেল মিশিয়ে ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া চুলে চন্দন তেল ব্যবহার করলে মাথার ত্বকও ঠান্ডা থাকে। চন্দনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি প্রদাহ বা অ্যালার্জির সমস্যা কমাতে সাহায্য করে। ত্বকের জেল্লা বজায় রাখতে, মসৃণ ও টান টান রাখতে, কালো দাগ, মেছতা এবং ব্রণসহ বিভিন্ন সমস্যার সমাধানে চন্দন কার্যকর।
সঠিক ফল পেতে প্রতিদিন চন্দন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন আফরিন মৌসুমী। কারণ, চন্দন ধীরে কাজ করে, তবে নিয়মিত ব্যবহারে ত্বকের পরিবর্তন সহজেই লক্ষ্য করা যাবে।