দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০১

নাজমুন নাহার ১৭৫টি দেশ ভ্রমণের মাইলফলক অর্জন করেছেন।

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বের নানা প্রান্তে ভ্রমণের একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন নাজমুন নাহার। তিনি বাংলাদেশের প্রথম নারী হিসেবে ১৭৫টি দেশ ভ্রমণের এই ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন, এবং ১৭৫তম দেশ হিসেবে ভানুয়াতু সফরের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেন। সকল ভয় ও শঙ্কাকে উপেক্ষা করে মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়ে, নাজমুন অবিরামভাবে পৃথিবীকে আবিষ্কার করতে চলেছেন।

 

২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ-পূর্ব গোলার্ধের দেশ ফিজি ও ভানুয়াতু সফরের মাধ্যমে তার এই ভ্রমণ শুরু হয়। ৯ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন হয়ে ফিজির নাদি পৌঁছান। ফিজিতে বিভিন্ন স্থান ভ্রমণের পর তিনি ভানুয়াতুর বিভিন্ন আদিবাসী অঞ্চলে গিয়ে সৌন্দর্য উপভোগ করেন।

 

নাজমুনের লক্ষ্য হচ্ছে বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণ করা। তার সঙ্গে রয়েছে একটি ব্যাকপ্যাক, এবং চোখে পুরো পৃথিবী দেখার স্বপ্ন। তিনি সকল বাধা-বিপত্তি অতিক্রম করে লাল-সবুজের পতাকা হাতে এগিয়ে চলেছেন। একাসুপ কালচারাল ভিলেজের আদিবাসী নেতারা তার এই মাইলফলক অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

 

বিশ্বের বেশিরভাগ দেশে তিনি সড়কপথে ভ্রমণ করেছেন। ২৪ বছরের এই অভিযানের পথে বহু প্রতিকূলতা ও মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি মাইলফলক অর্জন করে চলেছেন।

 

নাজমুন নাহার একজন অনবদ্য ও দৃঢ় নারীর উদাহরণ, যার দৃষ্টান্তে দেশের গৌরব বৃদ্ধি পেয়েছে। তার ঝুলিতে রয়েছে প্রায় ৫৫টি আন্তর্জাতিক পুরস্কার। তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও বিখ্যাত ব্যক্তিরা তাকে সংবর্ধনা দিয়েছেন।

 

লক্ষ্মীপুর সদরে জন্ম নেওয়া এই আলোকিত নারী, স্বপ্ন ও পরিশ্রমের মাধ্যমে পৃথিবীতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই বিশ্ব ভ্রমণ বাংলাদেশের মানচিত্রে গৌরবের নতুন অধ্যায় সংযোজন করছে।

 

২০০০ সালে ভারতের ভূপালে অংশগ্রহণের মাধ্যমে তার প্রথম বিশ্ব ভ্রমণ শুরু হয়। ২০১৮ সালে তিনি ১০০তম দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে ভিক্টোরিয়া জলপ্রপাত ভ্রমণের মাইলফলক অর্জন করেন।

 

নাজমুন বিশ্বের বিভিন্ন দেশে ‘No War Only Peace, Save the Planet’ স্লোগান নিয়ে ভ্রমণ করে মানুষকে সচেতন করছেন এবং শিশু ও তরুণদের শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসাহিত করছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট