বাজারের মেকআপ রিমুভারগুলোর ওপর অনেকেই নির্ভরশীল, কিন্তু এগুলো বিভিন্ন রাসায়নিক উপাদানে তৈরি হওয়ায় ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এগুলো ত্বক শুকিয়ে ফেলে অথবা তেলতেলে অনুভূতি সৃষ্টি করে। কসমোলজিস্টদের মতে, বাজারের প্রোডাক্টের পরিবর্তে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত। চলুন দেখে নেওয়া যাক কিছু কার্যকরী প্রাকৃতিক রিমুভার:
1. **নারিকেল তেল**
নারিকেল তেল শুধুমাত্র চুলের জন্যই নয়, রূপচর্চাতেও দারুণ কার্যকর। প্রাকৃতিক ও খাঁটি নারিকেল তেল নিয়ে হাতের তালুতে গরম করে মুখে হালকা করে মেখে নিলেই মেকআপ উঠবে।
2. **আমন্ড অয়েল**
নারিকেল তেলে অভ্যস্ত না হলে আমন্ড অয়েল ব্যবহার করুন। এটি হালকা এবং সুগন্ধযুক্ত, যা মেকআপ তুলতে খুবই কার্যকর। শেভিং বা ওয়্যাক্সিংয়ের পরও এটি ব্যবহার করা যায়।
3. **দুধ**
দুধ ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ফুল ক্রিম দুধে থাকা ফ্যাট ও প্রোটিন ত্বককে ময়শ্চারাইজ করে। এক বাটি দুধে এক চামচ আমন্ড অয়েল মিশিয়ে মেকআপ তুলুন।
4. **শসা**
শসার অনেক গুণ আছে; এটি ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। একটি শসা পেস্ট করে মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর নরম শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। চাইলে শসার সঙ্গে কিছু দুধ বা আমন্ড অয়েল মিশিয়ে নিতে পারেন।
5. **টক দই**
রান্নার পাশাপাশি মেকআপ তুলতেও টক দই কার্যকর। কটন প্যাডে অল্প দই লাগিয়ে মুখে লাগান এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। পরে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।
এই প্রাকৃতিক উপাদানগুলো মেকআপ তুলতে কার্যকরী এবং ত্বকের জন্য নিরাপদ।