দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১২:৩৪

শখের নেলপলিশ ভুলবশত উঠে যায়!

অনেকের অভিযোগ, নেলপলিশ পরার দু’দিন যেতে না যেতেই হাতের নখ থেকে উঠে যেতে শুরু করে। বারবার নেলপলিশ তুলে আবার নতুন করে পরা বেশ ঝক্কির। তাই জেনে নেওয়া যাক, কীভাবে নেলপলিশকে দীর্ঘস্থায়ী করা যায়:

 

১. অনেকেই নেলপলিশের রং গাঢ় করার জন্য একাধিক স্তর দেন, যা মূলত সমস্যার সৃষ্টি করে। বরং একবার পাতলা করে পরলে তা বেশি স্থায়ী হয়।

 

২. নেলপলিশ পরার পর ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। তাড়াহুড়ো করে ড্রায়ার ব্যবহার না করে, বরং খোলা হাওয়ায় বা ফ্যানের নিচে শুকিয়ে নিন।

 

৩. নেলপলিশ উঠে গেলে ২-৩ দিন পরপর আবার পরতে পারেন। একই রং ব্যবহার করলে সামান্য খুঁতও ঢেকে যাবে।

 

৪. বেশি জল ঘাঁটার ফলে নেলপলিশ দ্রুত উঠে যায়। তাই ঘরের কাজের সময় গ্লাভস ব্যবহার করলে নেলপলিশ বেশি দিন থাকবে।

 

৫. নখ দুই দিনে একবার নেল ফাইলের সাহায্যে ঘষে নিলে তা সুন্দর থাকবে এবং বৃদ্ধির ফলে সাদা অংশগুলোও কম দৃশ্যমান হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট