দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১৬

প্রেমিকা মিথ্যা বলছে কিনা বুঝবেন যেভাবে

সম্পর্কে সৎ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত মিথ্যা বললে সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে যায়। ছোটখাটো মিথ্যা গুনাহ নয়, কিন্তু বারবার মিথ্যা বলা ক্ষতিকর। কিভাবে বুঝবেন প্রেমিকা আপনার সঙ্গে মিথ্যা বলছে? কিছু লক্ষণ লক্ষ্য করলে সহজে বোঝা যায়।

 

1. **চোখে চোখ না রাখা**: মিথ্যা বলার সময় আত্মবিশ্বাস কম থাকে, ফলে চোখের contacto এড়িয়ে যেতে পারে। যদি তিনি চোখ নিচু করেন, তাহলে মিথ্যার সম্ভাবনা আছে।

 

2. **কথায় আটকে যাওয়া**: মিথ্যা বলার সময় অনেকের কথা আটকে যায়। যদি প্রেমিকা কথা বলার সময় বারবার থেমে যায়, তাহলে সেটি সন্দেহজনক।

 

3. **সংক্ষিপ্ত উত্তর দেয়া**: মিথ্যা বললে অনেকে খুব সংক্ষিপ্ত উত্তর দেন। যদি প্রেমিকা কঠিন প্রশ্নের উত্তর কম কথা বলে দেয়, তবে সতর্ক হওয়া উচিত।

 

4. **গলার স্বরের পরিবর্তন**: মিথ্যা বলার সময় গলার স্বর পরিবর্তন হতে পারে। যদি তার গলার স্বর অস্বাভাবিক মনে হয়, তাহলে কিছু একটা লুকানোর সম্ভাবনা রয়েছে।

 

যদি আপনি নিশ্চিত হন প্রেমিকা মিথ্যা বলছেন, তাহলে সরাসরি আলোচনা করুন। তাকে বোঝান যে আপনি তার মিথ্যা ধরতে পেরেছেন এবং তাকে সত্য বলার সুযোগ দিন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট