দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০২:৫৩

ত্বকের জন্য প্রয়োজন ইমিউনিটি।

### প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া

প্রকৃতিতে ঋতুবদলের প্রভাব আমাদের ত্বকে明显 পড়ে। দৈনন্দিন ব্যস্ততা ও অযত্ন তো রয়েইছে, কিন্তু মাঝে মাঝে একটু যত্ন নিলেই সমস্যা মিটে যেতে পারে।

### আর্দ্রতা মোকাবিলা

শীত ও গ্রীষ্মের পরিবর্তনে আর্দ্রতার পার্থক্য আসে। শীত শেষে বসন্তে ত্বক শুষ্ক হয়ে যায়, কারণ তাপমাত্রা বেড়ে গেলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। তাই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের যত্নের প্রতি গুরুত্ব দিতে হবে। শরৎ থেকে শীতে যাওয়ার সময়ও রূপরুটিন পরিবর্তন করুন, এতে ত্বক সহজে খাপ খাবে।

### রোদের প্রভাব

সারা বছর সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা জানা সত্ত্বেও অনেকেই তা মানেন না। রোদ কমলে অনেকেই এড়িয়ে যান, অথচ সূর্যের আলো ত্বকের জন্য ক্ষতিকর। তাই দিনের আলোতে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

 

### ত্বকের সংক্রমণ রোধ

 

শুধু বর্ষাকালেই নয়, অন্য সময়ও ত্বকে সংক্রমণের আশঙ্কা থাকে। বৃষ্টি বা দীর্ঘ সময় সূর্য না থাকলে নিমপাতা, কর্পূর, তুলসী, পুদিনা গোসলের পানিতে মিশিয়ে ব্যবহার করুন।

 

### শরৎ থেকে শীত

 

এই সময় আর্দ্রতার মাত্রা বাড়াতে হবে। প্রথমে জেল-বেসড ফেসওয়াশ ব্যবহার করুন, পরে ক্রিম-বেসডে পরিবর্তন করুন। সপ্তাহে অন্তত দুইবার স্ক্র্যাবিং করুন এবং টোনার ব্যবহার জরুরি। পোরস পরিষ্কার রাখতে নিয়মিত অ্যান্টিসেপটিক টোনার ব্যবহার করুন। এরপর হালকা ময়েশ্চারাইজার লাগান।

 

### স্কিনকেয়ার মাস্ট

 

বছরের বিভিন্ন সময় ত্বকের চাহিদা অনুযায়ী রূপরুটিন পাল্টান। কিছু প্রসাধনী যেমন সানস্ক্রিন, আন্ডার-আই ক্রিম, ময়েশ্চারাইজার ও লিপ বাম নিয়মিত ব্যবহার করুন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী