দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩৪

সিঙ্গেলদের দিন আজ উদযাপন করা হচ্ছে

ভালোবাসার জটিলতা থেকে মুক্ত, আজকের দিনটি সিঙ্গেলদের জন্য। ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস উদযাপনের দিন। কারেন রিড এই দিবসটি প্রচলন করেন; আগে পয়লা জানুয়ারি পালন হলেও ২০১৭ সাল থেকে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। অনেকে সিঙ্গেল থাকার কারণে মন খারাপ করেন, কিন্তু একাকিত্বের বড় সুবিধা হলো নিজের প্রতি মনোযোগ দেওয়া। এটি নিজেকে ভালোবাসার এবং যত্ন নেওয়ার সুযোগ দেয়। একা থাকাকে উদযাপন করা উচিত, যেমন চীনে ১১ নভেম্বর সিঙ্গেল ডে হিসেবে পালন করা হয়।

সিঙ্গেল ডে ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়, যেখানে ১১ নভেম্বরের তারিখটি চারটি একক ব্যক্তির প্রতিনিধিত্ব করে। এই ধারণা পরে চীনের সংস্কৃতিতে মিশে যায়, এবং দিবসটিতে মানুষ আত্মীয়ের সঙ্গে দেখা করতে এবং শপিং করতে বের হন। সিঙ্গেল ডে বর্তমানে চীনের অন্যতম জনপ্রিয় কেনাকাটার দিন হয়ে উঠেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট