ভালোবাসার জটিলতা থেকে মুক্ত, আজকের দিনটি সিঙ্গেলদের জন্য। ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস উদযাপনের দিন। কারেন রিড এই দিবসটি প্রচলন করেন; আগে পয়লা জানুয়ারি পালন হলেও ২০১৭ সাল থেকে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। অনেকে সিঙ্গেল থাকার কারণে মন খারাপ করেন, কিন্তু একাকিত্বের বড় সুবিধা হলো নিজের প্রতি মনোযোগ দেওয়া। এটি নিজেকে ভালোবাসার এবং যত্ন নেওয়ার সুযোগ দেয়। একা থাকাকে উদযাপন করা উচিত, যেমন চীনে ১১ নভেম্বর সিঙ্গেল ডে হিসেবে পালন করা হয়।
সিঙ্গেল ডে ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়, যেখানে ১১ নভেম্বরের তারিখটি চারটি একক ব্যক্তির প্রতিনিধিত্ব করে। এই ধারণা পরে চীনের সংস্কৃতিতে মিশে যায়, এবং দিবসটিতে মানুষ আত্মীয়ের সঙ্গে দেখা করতে এবং শপিং করতে বের হন। সিঙ্গেল ডে বর্তমানে চীনের অন্যতম জনপ্রিয় কেনাকাটার দিন হয়ে উঠেছে।