দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২৫

টাকা জমানোর সহজ উপায় সম্পর্কে জেনে নিন:

যাপিত জীবনে প্রতিদিনের খরচ বেড়ে চলেছে, যা সঞ্চয় করা কঠিন করে দিচ্ছে। তবে সঞ্চয় না করলে ভবিষ্যত নিয়ে উদ্বেগ থেকেই যায়।

 

ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে, খরচের পাশাপাশি সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। শুরুতে বড় অঙ্কের সঞ্চয়ের প্রয়োজন নেই; বরং আয় ও ব্যয়ের ভারসাম্য রেখে ছোট ছোট পদক্ষেপ নিলে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব। নিচে কিছু টিপস দেওয়া হলো:

 

1. **খরচের তালিকা তৈরি করুন**: প্রতি মাসে যে খরচগুলো করতে হবে, সেগুলোর একটি তালিকা তৈরি করুন।

 

2. **কার্ডের পরিবর্তে নগদ ব্যবহার করুন**: কেনাকাটায় কার্ড ব্যবহার করা সহজ হলেও, তা নিয়ন্ত্রণ করা কঠিন। নগদ অর্থে লেনদেন করার অভ্যাস গড়ে তুলুন।

 

3. **সঞ্চয়ের অংশ নির্ধারণ করুন**: স্যালারির একটি নির্দিষ্ট অংশ শুরুতেই সঞ্চয় করে রাখুন। খরচের পরিকল্পনা আগে থেকেই করুন।

 

4. **রেস্টুরেন্টে অযথা যাওয়া ত্যাগ করুন**: হুট করে রেস্টুরেন্টে যাওয়ার অভ্যাস কমালে খরচ অনেকটা কমবে।

 

5. **পুরনো জিনিস বিক্রি করুন**: ঘরে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে টাকাগুলো সঞ্চয়ে রাখুন।

 

6. **খরচের ধরন বিশ্লেষণ করুন**: অনলাইন শপিংয়ে কোথায় অতিরিক্ত খরচ হচ্ছে, সেটা খুঁজে বের করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান।

 

7. **অপ্রয়োজনীয় অ্যাপ সরান**: ফোনে প্রয়োজনীয় অ্যাপগুলোই রাখুন এবং অপ্রয়োজনীয় অ্যাপের সাবস্ক্রিপশন বাতিল করুন।

 

8. **ছাড়ের সময় কেনাকাটা করুন**: পোশাকের জন্য বড় ছাড়ের সময়ে কেনাকাটা করতে চেষ্টা করুন।

 

এছাড়া ঋণ পরিশোধের মানসিকতা গড়ে তুলুন এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা জমাতে শুরু করুন। কেনাকাটার আগে ভাবুন, সেটি কেনা প্রয়োজন কিনা। বাইরে খাওয়া ও অযথা খরচ কমালে আপনার সঞ্চয়ে সহায়তা করবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট