দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫৪

যেসব ফল একসঙ্গে খেলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে:

ফলের উপকারিতা সম্পর্কে কোনো সন্দেহ নেই, তবে কিছু ফল একসঙ্গে খেলে শরীরের সমস্যা দেখা দিতে পারে।

 

১. **আঙুর ও খেজুর:** আঙুর স্বাস্থ্যের জন্য উপকারী হলেও বেশি পরিমাণে খেলে অম্বল হতে পারে। আঙুরের সঙ্গে খেজুর খেলে সমস্যা আরও বাড়তে পারে, তাই একসঙ্গে এই দুটি ফল খাওয়া উচিত নয়।

 

২. **পেয়ারা ও কলা:** পেয়ারা অ্যাসিডিক এবং কলায় শর্করা বেশি থাকে। শর্করা ও অ্যাসিড একসঙ্গে খেলে গ্যাস, অম্বল, বদহজম, মাথা ঘোরা ও ক্লান্তি হতে পারে।

 

৩. **পেঁপে ও লেবু:** পেঁপের ওপর লেবুর রস ছড়ালে স্বাদ বাড়লেও এই দুই ফল একসঙ্গে খেলে রক্তাল্পতা এবং হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা হতে পারে। তাই সুস্থ থাকার জন্য এই দুই ফল একসঙ্গে না খাওয়াই ভাল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট