দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২৩:১৬

আপনি কি গুড়ের ক্ষীর রান্না করবেন?

**উপকরণ:**  

– পোলাও চাল: ১ কাপ

– তরল দুধ: দেড় লিটার

– তেজপাতা: ১টি

– কোরানো নারকেল: ১ কাপ

– খেজুরের গুড়: দেড় থেকে ২ কাপ (স্বাদ অনুযায়ী)

– লবণ: ১ চিমটি

– গুঁড়া দুধ: আধা কাপ

 

**প্রণালি:**  

১. প্রথমে চাল ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন।

২. একটি পাত্রে দুধ দিন এবং এতে গুঁড়া দুধ মিশিয়ে দিন।

৩. দুধ ফুটতে শুরু হলে চাল ও ১টি তেজপাতা যোগ করুন।

৪. চাল নেড়ে নেড়ে রান্না করতে থাকুন। আধা সিদ্ধ হলে তেজপাতা তুলে ফেলুন।

৫. পরিমাণমতো গুড় এবং ১ চিমটি লবণ দিয়ে ফোটান।

৬. কিছুক্ষণ পর কোরানো নারকেল যোগ করুন এবং ভালোভাবে নেড়ে দিন।

৭. মাঝারি আঁচে রান্না করতে থাকুন যতক্ষণ না চাল সেদ্ধ হয়ে মিশ্রণটি ঘন হয়ে আসে।

৮. রান্না শেষ হলে নামিয়ে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে পরিবেশন করুন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী