দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪৬

নাবালকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা

শিশু, তরুণ ও কিশোরদের জন্য টিকটক, ফেসবুক, ইন্সটাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান সরকার।

 

প্ল্যাটফর্মগুলোর তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শিশুদের ফোন বন্ধ করে মাঠে খেলাধূলা করা উচিত। সেই লক্ষ্যে, অস্ট্রেলিয়ায় ১৪-১৬ বছর বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। তবে নিষেধাজ্ঞা কার্যকর করার আগে কোন বয়সে এটি বাস্তবায়ন করা উচিত তা নিয়ে পর্যালোচনা করা হবে।

 

এছাড়া, সমালোচকরা মনে করেন যে, এই ধরনের পদক্ষেপ তরুণদের মত প্রকাশের অধিকারকে সীমিত করতে পারে এবং গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট