দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫৭

অনলাইনে মাছের বাজার, যেখানে কাটাকুটির ঝামেলা নেই।

কাজের ব্যস্ততায় বাজারে যাওয়ার সময় পাচ্ছেন না এবং ফ্রিজে মাছও প্রায় শেষ হয়ে গেছে? ত্রাণের আশায় আপনার মুঠোফোন হতে পারে সর্বোত্তম সমাধান। বর্তমানে ফেসবুকভিত্তিক অনেক অনলাইন মাছের দোকান পাওয়া যাচ্ছে, যেখানে নদী ও হাওরের তাজা মাছ সরবরাহ করা হয়। এসব দোকান ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাছ পৌঁছে দেয়। চাঁদপুরের ইলিশ, হাওরের মাছ কিংবা বিলের ছোট পুঁটিও পাওয়া যাবে।

 

অনলাইনে মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত চাষের নয় বরং প্রাকৃতিক জলাশয়ের মাছই তারা সরবরাহ করেন। তাজা মাছ ছাড়াও, মাছ কাটাকুটের সেবা দিয়ে ঘরের দরজায় পৌঁছে দেওয়া হয়। কিছু জনপ্রিয় অনলাইন দোকানের ঠিকানা:

 

**জেলেবাড়ি**: রাজশাহীর ঘেরের মাছ সরবরাহ করে জেলেবাড়ি। দুই দিন আগে ফেসবুকে তাদের পেজে মেসেজ করতে হবে। মেসেজ করে বা ফোনে যোগাযোগ করে মাছ অর্ডার করা যায়। ৩-৪ কিমি দূরত্বে ডেলিভারি চার্জ ৮০ টাকা এবং ২৫-২৬ কিমি দূরত্বে ৩০০-৩৫০ টাকা। কাটাকুটির জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয় না।

 

**ফিশ ওয়ার্ল্ড**: ক্যাশ অন ডেলিভারিতে ১২ ঘণ্টার মধ্যে মাছ পৌঁছে দেয়। এক দিন আগে ফেসবুক পেজে অর্ডার করতে হবে। চট্টগ্রামে তাদের নিজস্ব কোল্ড স্টোরেজ রয়েছে। কাটাকুটির জন্য কোনো অতিরিক্ত চার্জ নেই; সার্ভিস চার্জ ৮০ টাকা।

 

**ফ্রেশ ফিশ**: রাত ১০টার মধ্যে অর্ডার দিলে পরদিন সকালে মাছ পৌঁছে দেওয়া হয়। হাওর, নদী ও সমুদ্রের মাছ বিক্রি করে। মাছ নষ্ট হলে বা পচে গেলে পুনরায় মাছ পাঠানো হয় কোন ডেলিভারি চার্জ ছাড়াই। ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী নির্ভর করে।

 

**নদীর মাছ**: পদ্মার ইলিশ ও নদীর ছোট মাছ পাওয়া যায়। দুই দিন আগে অর্ডার করতে হবে, বিশেষ মাছের জন্য তিন থেকে চার দিন আগে অর্ডার দেওয়া ভালো। বড় মাছ কাটার খরচ ১৫ টাকা এবং ছোট মাছের জন্য ১৫-২০ টাকা।

 

**তাজা**: ৬ বছর ধরে অনলাইনে মাছ বিক্রি করছে নারী উদ্যোক্তা রোকেয়া প্রীতি। আগের দিন রাতে অর্ডার করলে পরদিন মাছ পৌঁছে যায়। অধিকাংশ মাছ প্রাকৃতিক জলাশয়ের। ইলিশ মাছ ও মাছের ডিম পাওয়া যায়। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ২০০ টাকা। বড় মাছ কাটতে খরচ ৫০ টাকা এবং ছোট মাছ কেজি প্রতি ২০ টাকা।

 

এগুলো থেকে আপনার প্রয়োজনীয় মাছ অর্ডার করে নিতে পারেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট