বাংলাদেশের ঋতু বৈচিত্র্য প্রকৃতির সৌন্দর্যকে বদলে দেয় সমসময়ে। বর্ষার পর সাদা মেঘের সাথে নীল আকাশে শরৎ ঋতু উন্মোচিত হয়। ভাদ্র-আশ্বিনে শরৎ নিজের স্নিগ্ধতা নিয়ে উপস্থিত থাকে। মৃদু বাতাসে কাশফুলের ঝাঁক নড়ে ওঠে, আঙিনায় ফুলের সুবাস ছড়িয়ে পড়ে। আর্দ্র আবহাওয়ায় প্রকৃতি বাহারি রঙে সাজে, আর বিকেলের হালকা রোদে শরতের আকাশ যেন রঙিন ক্যানভাস।
এই মৌসুমে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শরতের বিশেষ আয়োজন। শাড়ির নকশায় শরতের সাদা আকাশ ও প্রকৃতির নীল-সাদা সংমিশ্রণ দেখা যাবে, সাথে থাকবে সাদা ও নানা শেডের নীল, আকাশি ও নীলাভ ধূসর রঙের পোশাক। মেয়েদের জন্য রয়েছে আকাশি ও সাদা শাড়ি, ব্লাউজ ও গহনাসহ বিভিন্ন সামগ্রী, এবং ছেলেদের জন্য আকর্ষণীয় পাঞ্জাবি। আরও পাওয়া যাবে সালোয়ার-কামিজ, গাউন, আনস্টিচড ড্রেস, স্কার্ট, ওড়না, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ও এক্সেসরিজ।
গরমের প্রভাবের কারণে সুতি কাপড় ব্যবহৃত হয়েছে এবং পোশাকের প্যাটার্ন হয়েছে ঢিলেঢালা ও ক্যাজুয়াল। কেনাকাটা করতে চাইলে নিকটস্থ রঙ বাংলাদেশ আউটলেটে আসতে পারেন অথবা ঘরে বসে কেনাকাটার জন্য ওয়েবসাইট www.rang-bd.com অথবা ফেসবুক পেজ rangbangladesh ভিজিট করুন। তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৪৪৩৪৪ বা ০১৭৯৯৯৯৮৮৭৭ নাম্বারে।