দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২৩:২৩

পাকিস্তানের ভিসা সুবিধা কারা পাচ্ছে?

বাংলাদেশ ছাড়া, পাকিস্তান এখন ১২৬টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মুক্ত সুবিধা প্রদান করছে। পূর্বে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হলেও, এখন শুধুমাত্র ৩০টি প্রশ্নের উত্তর দিয়ে নির্দিষ্ট দেশগুলোর নাগরিকরা সহজেই পাকিস্তানের ই-ভিসা পেতে পারেন।

 

এশিয়া মহাদেশের ৪৯টি দেশের মধ্যে ৩৩টি দেশ এই সুবিধা পাচ্ছে, তবে ভারতকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। আফ্রিকা মহাদেশে, পাকিস্তান মিসর, ইথিওপিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কেনিয়া, মরক্কো, রুয়ান্ডা, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা সহ ৩৪টি দেশকে এই সুবিধা দিচ্ছে। ইউরোপে, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, লুক্সেমবার্গ, রাশিয়া, নরওয়ে সহ ৪৩টি দেশ সুবিধা উপভোগ করবে। উত্তর আমেরিকায়, কানাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, পানামা ও যুক্তরাষ্ট্র এই সুবিধার অন্তর্ভুক্ত। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও পেরু এবং ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এই সুবিধা পাচ্ছে।

 

এখন থেকে, পাকিস্তান ভ্রমণ এবং ব্যবসার জন্য নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের ৯০ দিনের ভিসা ২৪ ঘণ্টার মধ্যে প্রদান করবে। এছাড়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকরা পাকিস্তানে প্রবেশের সময় পাসপোর্ট দেখিয়ে অন-অ্যারাইভাল ভিসা পাবেন। এই নতুন ভিসা নীতিমালা গত মাসের মাঝামাঝি সময় থেকে কার্যকর হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী