দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫৬

চুলের সাজসজ্জার জন্য কৃত্রিম বেণি

চুলের আকার যেকোনো হোক, ছোট্ট একটি কৃত্রিম বেণির সৃজনশীল ব্যবহার আপনার ‘লুক’কে করে তুলতে পারে অনন্য।

 

কৃত্রিম বেণি দুই ধরনের উপকরণ দিয়ে তৈরি হয়: একটি প্রাকৃতিক উপকরণ, যেমন মানুষের চুল থেকে তৈরি, এবং অন্যটি সম্পূর্ণ কৃত্রিম উপকরণ দিয়ে। যেটি হোক না কেন, কৃত্রিম বেণিরও যত্ন নিতে হয়, নাহলে কিছু ব্যবহারের পরই এটি অযোগ্য হয়ে যেতে পারে। কৃত্রিম বেণির ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে জানালেন সৌন্দর্যচর্চাকেন্দ্র ‘পারসোনা’র পরিচালক নুজহাত খান।

 

**হেডব্যান্ড হিসেবে ব্যবহার:** কৃত্রিম বেণিকে হেডব্যান্ড হিসেবে ব্যবহার করে নিজের লুক বদলাতে পারেন। চুল যত বড় বা ছোটই হোক, এই বেণি সহজেই ব্যবহার করা যায়।

 

**খোঁপায় জড়ানো বেণি:** যেকোনো ধরনের খোঁপার চারপাশে কৃত্রিম বেণি জড়িয়ে নিতে পারেন। হাতখোঁপাকে নতুন আকার দিতে এমন বেণি ব্যবহার করে সাদাসিধে সাজেও বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবেন।

 

**পনিটেইলে বেণি:** সাধারণ পনিটেইলে ছোট আকারের কৃত্রিম বেণি যুক্ত করলে সাজ বদলে যাবে। এইভাবে আপনার পনিটেইল হবে নতুন এবং আকর্ষণীয়।

 

**ভিন্নতা আনুন:** মাথার এক পাশে কৃত্রিম বেণি বিভিন্নভাবে জুড়ে দিয়ে চুলের স্টাইলকে ভিন্ন রূপে উপস্থাপন করতে পারেন। সাধারণ চুল বাঁধা হলেও বেণির মাধ্যমে এটি হয়ে উঠবে অসাধারণ।

 

**কৃত্রিম বেণির যত্ন:** দুই ধরনের কৃত্রিম বেণির যত্ন প্রায় একই রকম হলেও কৃত্রিম উপকরণের বেণি উত্তাপ সহ্য করতে পারে না। দু-তিন সপ্তাহ পরপর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন, ঠান্ডা পানিতে শ্যাম্পু মিশিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান এবং ভালোভাবে শুকিয়ে ফেলুন। ভেজা অবস্থায় রেখে দিলে ছত্রাক জন্মানোর আশঙ্কা থাকে। শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাস ব্যবহার করতে পারেন এবং জট বেঁধে গেলে ডিট্যাংলিং স্প্রে ব্যবহার করতে পারেন।

 

**কৃত্রিম উপকরণের জন্য:** কৃত্রিম চুলের প্রসাধন ব্যবহার করুন এবং কৃত্রিম চুলের জন্য উপযুক্ত চিরুনি ব্যবহার করুন।

 

**আরও যা জানা প্রয়োজন:** বেণি সংরক্ষণে বায়ুরোধী জিপলক ব্যাগ ব্যবহার করুন এবং প্রতিটি বেণির জন্য আলাদা ব্যাগ ব্যবহার করুন। শুকনো অবস্থায় সংরক্ষণ করলে বেণিগুলো দীর্ঘদিন ভালো থাকবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট