দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:০৮

যখন দ্বিতীয় বিয়েতে সমস্যার সম্মুখীন হন

রিশাদ ও নীলার পরিচয় পারিবারিকভাবে হয়েছিল। কিছুদিন একে অপরকে জানার পর বিয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে সব ভালো চললেও, ধীরে ধীরে পছন্দ-অপছন্দে দ্বন্দ্ব শুরু হয়, যা তীব্র দাম্পত্যকলহে পরিণত হয় এবং বিচ্ছেদের দিকে নিয়ে যায়। বিচ্ছেদের পর নীলা জাফরকে বিয়ে করেন, কিন্তু দ্রুতই আগের স্বামীর মতো আচরণ দেখতে পান এবং দ্বিধায় পড়েন। অন্যদিকে, রাইনা তার দ্বিতীয় বিয়েতে সাঈফের আধিপত্যের কারণে সমস্যায় পড়েন এবং বিচ্ছেদের চিন্তায় ভুগছেন।

 

এই সমস্যা শুধু নীলা বা রাইনার নয়; যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিবাহে বিচ্ছেদের হার প্রথম বিবাহের তুলনায় ৬০% বেশি। কানাডার সাইকোলজিস্ট ডা. শেরিল ফ্রাসার বলেন, দ্বিতীয় বিয়েতে সত্যিকার সম্পর্কের জন্য আত্মসচেতনতা ও আন্তব্যক্তিক দক্ষতা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সঠিক সঙ্গীর ধারণা ভুল, এবং সম্পর্কের সমাধান কখনও একে অপরকে সুখী করার চেষ্টা করা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাউফুন নাহার বলেন, দ্বিতীয় বিয়েতে আগের অভিজ্ঞতা বহন করলে সমস্যা বাড়ে। তিনি কাপল কাউন্সেলিং নেওয়ার পরামর্শ দেন, যা নতুন সম্পর্কের সম্ভাব্যতা যাচাইয়ে সহায়ক হতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট