দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৫:১৮

প্রিয়াঙ্কার এই নেকলেসের দামেই কেনা সম্ভব বিলাসবহুল বাড়ি ও গাড়ি।

ভারতীয় অভিনেত্রী থেকে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি ভাইয়ের বিয়েতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। বয়স ৪২ হলেও, প্রিয়াঙ্কার রূপ-রসের কোনো কমতি নেই। তাঁর একমাত্র ছোট ভাই সিদ্ধার্থ চোপড়া সম্প্রতি বিয়ে করেছেন তামিল ও তেলেগু তারকা নীলম উপাধ্যায়কে। এই অনুষ্ঠানে যোগ দিতে ৩০ আগস্ট ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা।

 

বিয়েতে প্রিয়াঙ্কার সাজপোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তাঁর নেকলেসকে ‘সস্তা লুকের’ বলা হলেও, এর দাম শুনলে সবাই চমকে যাবেন। ছবিতে দেখে নেওয়া যাক প্রিয়াঙ্কার সাজ এবং সেগুলোর দাম কত।

 

প্রিয়াঙ্কার শিফনের কাস্টম–মেড শাড়িটি বিশেষভাবে এই অনুষ্ঠানের জন্য ভারতের নামকরা ডিজাইনার মনীশ মালহোত্রা ডিজাইন করেছেন। গাঢ় ম্যাজেন্টা রঙের শাড়ির ওপর এমব্রয়ডারি ও কাটওয়ার্কের কাজ করা হয়েছে, এবং এতে বসানো হয়েছে বহুমূল্যবান পাথর। তিনি শাড়ির সঙ্গে একই রঙের কারুকার্যখচিত হাতাকাটা ব্রালেট পরেছেন।

 

প্রিয়াঙ্কার সাজে সবচেয়ে বেশি নজর কাড়ছে তাঁর গলার গয়না—ভিনটেজ মুক্তার চোকার–নেকলেসটি মুক্তা, রুবি ও হীরা দিয়ে তৈরি। দ্য ক্লজেট ডায়েরি অনুযায়ী, এই নেকলেসের দাম ৮ কোটি রুপি! এর মূল্য দিয়ে একটি বিলাসবহুল বাড়ি বা গাড়ি কেনা সম্ভব।

 

প্রিয়াঙ্কার হাতে থাকা ব্রেসলেটটি ১৮ ক্যারেট সাদা সোনা ও পাভে হীরার কাজের। এটি বুলগারির সিগনেচার ডিজাইন, যার দাম ৩০ লাখ ৭৯ হাজার রুপি।

 

হাতের ব্যাগ এবং গয়নাগুলি ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউস বুলগারি থেকে নেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা বুলগারির শুভেচ্ছাদূত, তাই তাঁর সাজও বুলগারির প্রচারণা হয়ে গেল। ব্যাগের দাম ৫ লাখ ৫০ হাজার রুপি।

 

পায়ে পরা ব্লক হিল ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড ‘অপরাজিতা অফিশিয়াল’ থেকে নেওয়া হয়েছে, যার দাম ৮ হাজার ৯৯৯ রুপি।

 

শাড়িটি ফরমাশ দিয়ে বানানো হয়েছে, তাই তার দাম নির্ধারণ করা সম্ভব নয়। ফলে, প্রিয়াঙ্কার সাজপোশাক, গয়নাগুলি ও অন্যান্য আনুষঙ্গিকের মোট মূল্য ৮ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৯৯৯ রুপি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী