দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৮:০১

বিয়ন্সে নাকি লামার, গ্র্যামিতে বাজিমাত করলেন কে

গ্র্যামি হাতে বিয়ন্সে। রয়টার্স

সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা তাঁর দখলে আগে থেকেই ছিল, সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও এবার বাগিয়ে নিয়েছিলেন বিয়ন্সে। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। তাই সবার চোখ ছিল গায়িকার দিকেই। তবে মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে গেছে কেনড্রিক লামার। এতে অবশ্য বিয়ন্সের রেকর্ড আটকায়নি। গতকাল রাতে (বাংলাদেশ সময় আজ সকাল) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কে জিতলেন গ্র্যামি? জেনে নেওয়া যাক এএফপি, ভ্যারাইটি অবলম্বনে।

গত বছর আলোচনায় ছিলেন তরুণ গায়িকা চ্যাপেল রোন। ২৬ বছর বয়সী এই গায়িকা এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন, গ্র্যামিতে ছয় বিভাগে মনোনয়ন পেয়ে চমকে দিয়েছেন। এ ছাড়া জায়গা পেয়েছেন বিবিসির করা ‘সাউন্ড অব ২০২৫’-এর তালিকায়। গ্র্যামিতেও সেরা নবীন শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। সাবরিনা কার্পেন্টার, টেডি সুইমসের মতো শিল্পীদের পেছনে ফেলে পুরস্কার জিতেছেন রোন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী