দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪০

চিরুনি ও তেলের অভাবের কারণে গাজার মেয়েরা বাধ্য হয়ে চুল কেটে ফেলছেন।

লোবনা আল-আজাইজার একজন শিশু বিশেষজ্ঞ, যিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চিকিৎসা সেবা প্রদান করছেন। যদিও তার প্রধান কাজ শিশুদের চিকিৎসা করা, বর্তমানে তার কাছে বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা নিতে আসেন। অনেক মেয়ে অভিযোগ করছেন যে তাদের চুল আঁচড়ানোর জন্য চিরুনি নেই, তাই তিনি তাদের চুল কেটে ফেলার পরামর্শ দেন। এই তথ্য জানিয়েছেন রয়টার্স।

 

গাজার অবস্থা অত্যন্ত সংকটজনক। ১০ মাস ধরে চলা ইসরায়েলি যুদ্ধ এবং অবরোধের ফলে পুরো গাজা উপত্যকা বিধ্বস্ত হয়ে পড়েছে। সেখানে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। গাজায় শ্যাম্পু, সাবান, পিরিয়ড পণ্য বা বাড়িঘর পরিষ্কারের মতো মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে না।

 

ডা. লোবনা জানান, গাজায় বর্জ্য সংগ্রহ এবং পয়ঃনিষ্কাশনের অভাবে তারা সবচেয়ে বেশি চামড়ার ফুসকুড়ি এবং চর্মরোগের রোগী দেখতে পাচ্ছেন। এর কারণ হিসেবে শরণার্থী শিবিরের গাদাগাদি, তাঁবুর মধ্যে অসহনীয় গরম, শিশুদের অতিরিক্ত ঘাম এবং গোসলের জন্য পর্যাপ্ত পানির অভাব উল্লেখ করেছেন।

 

বেইট লাহিয়া হাসপাতালের কর্মরত থাকাকালীন ইসরায়েলি বাহিনী গাজার উত্তর ও দক্ষিণে ট্যাংকের মাধ্যমে সীমান্ত রেখা নির্ধারণ করলে ডা. লোবনা সেখান থেকে চলে আসেন এবং এখনো চিকিৎসা প্রদান অব্যাহত রেখেছেন। একটি তাঁবু কাটিয়ে তিনি একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন এবং এখন সব বয়সের মানুষ তার কাছে চিকিৎসা নিতে আসেন। গাজায় ঔষধের অভাব রয়েছে এবং যা পাওয়া যায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে।

 

রাফা সীমান্ত ক্রসিং ইসরায়েল দখলে নেওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বিতরণ নাটকীয়ভাবে কমে গেছে, ফলে মানবিক সংকট আরও তীব্র হয়েছে। ইসরায়েল এই পরিস্থিতির জন্য জাতিসংঘ ও অন্যান্য দাতব্য সংস্থাগুলিকে দায়ী করছে।

 

তবে ডা. লোবনা বলছেন, সীমান্ত ক্রসিংটি খুলে দিতে হবে যাতে ওষুধ সরবরাহ করা সম্ভব হয়, কারণ বর্তমানের অধিকাংশ ওষুধ অকার্যকর।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট