দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:৩৮

আজও কিন্তু ভালোবাসা দিবস

ওয়েলসে প্রতি বছর ২৫ জানুয়ারি সেন্ট ডোয়াইনওয়েনস ডে পালিত হয়

সময়টা পঞ্চম শতাব্দী। ঘটনাস্থল যুক্তরাজ্যের ওয়েলস। আরও নির্দিষ্ট করে বললে, মধ্য ওয়েলসের ছোট্ট শহর ব্রেকন। তৎকালীন আইরিশ রাজা ব্রাইকানের নিবাস। রাজার ছিল ৩৬ কন্যা। তাঁদেরই একজন ডোয়াইনওয়েন। অসম প্রেমের চিরায়ত সূত্র মেনেই কি না কে জানে, উত্তর ওয়েলসের এক অখ্যাত যুবকের প্রেম পড়লেন রাজকন্যা ডোয়াইনওয়েন। যুবকের নাম মেলন ডেফোড্রল। স্বাভাবিকভাবেই প্রেমে বাধা হয়ে দাঁড়ালেন রাজা। অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করলেন। বিয়ের সংবাদ পৌঁছে গেল মেলনের কাছে। প্রত্যাখ্যাত প্রেমিক ক্রুদ্ধ হয়ে ওঠলেন। তাঁকে বিয়ে করার জন্য প্রেমিকা ডোয়াইনওয়েনকে চাপ দিতে লাগলেন, না হলে নির্যাতনের ভয়ও দেখালেন। প্রেমিকের এহেন আচরণে ভয় পেয়ে গেলেন ডোয়াইনওয়েন। বিমর্ষ, বেদনার্ত মানুষটা নিভৃতে একটু কাঁদার জন্য জঙ্গলে পালিয়ে গেলেন। ভগ্নহৃদয়ে ঈশ্বরকে ডাকতে লাগলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী