দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৭:৫৭

সৌন্দর্য বাড়াতে গিয়ে নখের ক্ষতি করছেন না তো

নখ ভঙ্গুর হয়ে পড়তে পারে বহুল ব্যবহৃত প্রসাধনসামগ্রী কিংবা সাজানোর অনুষঙ্গের কারণে

কারও নখ ভেঙে যায় নামমাত্র আঘাতে, কারও আবার নখ সামান্য বড় হয়ে গেলেই ভাঙে। কেন এমন হয়? জেনে অবাক হতে পারেন, অনেকের নখ ভঙ্গুর হয়ে পড়ে বহুল ব্যবহৃত প্রসাধনসামগ্রী কিংবা সাজসজ্জার অনুষঙ্গের কারণে। অথচ অনেকেই এসব ব্যবহার করেন হরহামেশা। আবার কিছু রোগের কারণেও নখ ভঙ্গুর হয়ে পড়তে পারে।

সহজেই নখ ভেঙে যাওয়া কিংবা নখের রং বদলে যাওয়ার মতো সমস্যাগুলোকে অবহেলা করতে নেই। নখ তো কেবল সৌন্দর্যের অংশই নয়, এটি আপনার সুস্থতার জন্যও অপরিহার্য। প্রসাধনসামগ্রী বা সৌন্দর্যচর্চায় ব্যবহৃত কিছু উপকরণে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যেগুলোর কারণে নখ ভঙ্গুর হয়ে পড়তে পারে এবং স্বাভাবিক গঠনগত অবস্থান থেকে আলাদা হয়ে যেতে পারে। দেহে আয়রনের অভাব হলে কিংবা থাইরয়েড হরমোনের তারতম্য হলেও এ রকম সমস্যা দেখা দিতে পারে। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও নখ এমন ভঙ্গুর হয়ে পড়ে। নখ নিয়ে এমন নানা তথ্য দিলেন ঢাকার ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাসথেটিক ডার্মাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সিনথিয়া আলম।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী