দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৬:১২

সেন্ট মার্টিন ভ্রমণে যাবেন? এই ৫টি তথ্য জেনে রাখুন

১ ডিসেম্বর কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ট্রাভেল পাস সংগ্রহের মাধ্যমে প্রতিদিন দুই হাজার মানুষ দ্বীপটি ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

১. সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাস প্রতিদিন দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাতযাপনের সুযোগ পাবেন।

২. এবার টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

৩. জাহাজ চলছে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে। কক্সবাজারে নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটি থেকে সকালে সেন্ট মার্টিন থেকে ছেড়ে যায়, একই জাহাজ আবার সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিকেলে ছেড়ে আসে।

৪. ট্রাভেল পাসের জন্য পর্যটকদের আলাদা করে নিবন্ধনের প্রয়োজন নেই। যেকোনো জাহাজের টিকিট বুকিং করলেই নিবন্ধন–সংক্রান্ত বাকি কাজ জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানই করে দেবে।

৫. চলাচলের অনুমতি পাওয়া জাহাজগুলোর ওয়েবসাইটে ঢুকে টিকিট সংগ্রহ করা যাবে। জাহাজের গ্রাহকসেবা নম্বরে কল করেও টিকিট বুকিংয়ের ব্যবস্থা আছে। এ ছাড়া বিভিন্ন ট্রাভেল এজেন্টও এসব জাহাজের টিকিট বিক্রি করে থাকে।

জাহাজের টিকিট পেতে…

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে এ বছর পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। অনুমতি পাওয়া সব জাহাজ এখনো চলাচল শুরু করেনি।

এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১ ও এমভি বারো আউলিয়ার তথ্য ও টিকিট পেতে: ০১৬১০ ০৫১০০৫, ০১৯৬ ৭৬৭০৭০৭

কেয়ারি সিন্দাবাদ: ০১৮৪৭ ৩২৩৭০৫-০৬

এমভি কর্ণফুলী এক্সপ্রেস: https://karnafulyexpress.com.bd

এমভি বারো আউলিয়া: https://baroawlia.com.bd

বে-ক্রুজার ১: https://bayone.com.bd

কেয়ারি সিন্দাবাদ: www.kearitourismbd.com

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী