একই পোশাককে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে আলোচনায় আসেন হাবিবা সুরভী, একজন জনপ্রিয় লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর, যিনি ভ্রমণপ্রিয় এবং নতুন অভিজ্ঞতার গল্প সবার মাঝে শেয়ার করতে ভালোবাসেন। ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে লাইফস্টাইল ভ্লগিংয়ে নানা কনটেন্ট তৈরি করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর দৈনন্দিন জীবন, রুটিন, শখ ও কাজের ভিডিও দর্শকদের সামনে তুলে ধরেন।সুরভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন। ইউটিউব দেখে টাইডাইয়ের কাজ শিখে প্রথমে ফেসবুকে নকশা করা পোশাকের ছবি শেয়ার করেন, যা বেশ সাড়া ফেলে। ২০১৬ সালে বন্ধুবান্ধবের উৎসাহে তিনি ‘শরদিন্দু’ নামে একটি অনলাইন শপ চালু করেন। এরপর নিজের নকশা করা পোশাকগুলো অনলাইনে প্রদর্শন করতে শুরু করেন এবং ম্যাচিং গয়না, ব্যাগ, জুতা স্টাইলিং করেও ভিডিও তৈরি করেন।
বর্তমানে, সুরভীর ইউটিউবে ৬৩ হাজারের বেশি, ফেসবুকে ৮ লাখ ৫৩ হাজার এবং ইনস্টাগ্রামে ২ লাখ ৩৬ হাজারেরও বেশি অনুসারী রয়েছেন। তিনি বলেন, “আমার চ্যানেলে আমি যা পছন্দ করি—ফ্যাশন, পেইন্টিং, রান্না, ভ্রমণ—সবকিছুই শেয়ার করি।” তাঁর ভিডিও তৈরি ও শেয়ার করার প্রতি কোনো সময়ই হীনম্মন্যতায় ভোগেননি, বরং নিজেকে এগিয়ে নিয়ে গেছেন।
ভ্লগিংয়ের শুরুতে সুরভী প্রথম মাসে ২০০ ডলার আয় করেছিলেন, যা পরে ফ্যাশন ডিজাইনিংয়ের পড়াশোনা করতে যুক্তরাজ্যে যাওয়ার জন্য জমিয়ে রাখেন। এখনো তিনি নিয়মিত ভিডিও তৈরি করে আয় করছেন এবং নতুন নির্মাতাদের জন্য ধৈর্য ধরে কাজ করার পরামর্শ দেন। তাঁর মতে, ভালো কনটেন্ট তৈরি করে এবং ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত আয় করা সম্ভব।
সুরভী বর্তমানে যুক্তরাজ্যে পড়াশোনা করছেন, কিন্তু সেখানে তার অনেক দর্শক রয়েছে। তিনি বলেন, “লন্ডনে চলার সময়ও আমার ভিডিও দেখে পেছন থেকে কেউ আমাকে ‘সুরভী’ বলে ডাকেন।” তার মায়েরও ভিডিও দেখার অভ্যাস রয়েছে, যিনি সব সময় তার ভিডিও, শেয়ার করা ছবি এবং বিষয়বস্তু মনোযোগ দিয়ে অনুসরণ করেন। সুরভী আরও বলেন, “আমার কাছে ভিডিও নির্মাণই সব নয়, সম্পর্কও গুরুত্বপূর্ণ।”
সুরভী সম্প্রতি ঢাকায় কী নিয়ে লন্ডন এসেছেন, সে বিষয়ক একটি ভিডিও শেয়ার করেন, যা ১০ লাখের বেশি মানুষ দেখেছে। রান্না ও রান্নাঘরের গল্প নিয়ে তাঁর নতুন ভাত ব্লগও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। টিউলিপ বাগানে তাঁর ভ্রমণের গল্পও ১৩ লাখের বেশি দর্শক দেখেছেন। তাঁর পোষা বিড়াল মাস্টার শিফু এবং লন্ডনে নিয়ে যাওয়ার গল্পও সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে।