আপনার মস্তিষ্ক কত দ্রুত কাজ করে, জানতে চান? খুব সহজ আর ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমেই তা জানা সম্ভব। নিচের ছবিতে আছে ৬টি বাল্ব ও ৬টি সুইচ। জানেনই তো, তারের কাজই হলো প্যাঁচানো। এখানেও তারগুলো পেঁচিয়ে গেছে। আপনাকে খুঁজে বের করতে হবে, কোন সুইচ চাপলে কোন বাল্ব জ্বলবে। তবে এ জন্য সময় পাবেন মাত্র ১৮ সেকেন্ড।আগেই বলে রাখি, সমস্যাটি সমাধান করতে বুদ্ধির চেয়ে মনোযোগের দিকে বেশি জোর দিতে হবে। আপনি কতটা মনোযোগী, তা–ও প্রমাণিত হয়ে যাবে এই সুযোগে। ১৮ সেকেন্ডের মধ্যে ৬টি বাল্বের সুইচ খুঁজে পেতে হলে আপনাকে প্রতি ৩ সেকেন্ডে একটি বাল্ব খুঁজে বের করতে হবে। এবার স্টপওয়াচ চালু করে কয়েক সেকেন্ডের জন্য শার্লক হোমস হয়ে যান।
### একটি ছোট্ট পরামর্শ
ধাঁধাটি সমাধান করতে একটা কলম বা আঙুল ব্যবহার করতে পারেন। তারের পিছু পিছু আপনার আঙুল নিয়ে যান। দেখবেন একসময় ঠিকই সুইচ থেকে বাল্বে বা বাল্ব থেকে সুইচে চলে যাবেন। তাহলে শুরু করা যাক!
কি, ১৮ সেকেন্ড বড্ড কম মনে হচ্ছে? এখনো সব সংযোগ খুঁজে পাননি? কোনো সমস্যা নেই। আবার চেষ্টা করুন। আরও মনোযোগ দিন। মাথা থেকে আপাতত সব চিন্তা বাদ দিয়ে শুধু ছবিটা খেয়াল করুন। দেখবেন, কয়েকবারের চেষ্টায় মেলাতে পারছেন।
কী বললেন, প্রথম চেষ্টায় সব সুইচের বাল্ব খুঁজে পেয়েছেন? দারুণ! আপনি সত্যিই দারুণ মনোযোগী।
### এ ধরনের ধাঁধা মেলালে কী লাভ?
এ ধরনের ধাঁধার সমাধান করলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে। সমস্যা সমাধানে আরও দক্ষ হওয়া যায়। মানসিক দুশ্চিন্তা দূর করতেও এ ধরনের মগজের ব্যায়াম খুব উপকারী। দেখলেন, কিছু প্যাঁচানো তারের জট খুলে আপনার কত উপকার হলো। বুদ্ধিতে একটু শান দেওয়াও হয়ে গেল। এবার একনজরে সমাধানটা দেখে নিন। মিলিয়ে নিন, আপনার সমাধান ঠিক আছে কি না!
**সমাধান:**
1. ১ + গ
2. ২ + ঙ
3. ৩ + ঘ
4. ৪ + চ
5. ৫ + ক
6. ৬ + খ