দ্যা নিউ ভিশন

সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, এমন জীবনই তো আমি বেছে নিয়েছি।

টম হল্যান্ড, যাকে সবাই ‘স্পাইডারম্যান’ হিসেবেই চেনে। জয় শেঠির পডকাস্টে নানা বিষয়ে কথা বলেছেন এই ব্রিটিশ অভিনেতা। এখানে তাঁর কিছু মন্তব্যের সারাংশ তুলে ধরা হলো:হল্যান্ডের বাবা ছিলেন কমেডিয়ান এবং মা আলোকচিত্রী। বাবার কাজ শুরু হতো যখন তাঁরা ঘুমিয়ে পড়তেন। মা বাড়িতেই বেশিরভাগ সময় থাকতেন। তাই মনে হতো মা-বাবা বুঝি কোনো কাজ করেন না। বাবার এই নিরবচ্ছিন্ন হাসিখুশি রূপই তাঁর কাছে ধরা দিয়েছিল।

 

বাবার কাছ থেকেই জীবনের অনেক শিক্ষা পেয়েছেন হল্যান্ড। একবার তিনি ক্রিশ্চিয়ান বেলের একটি উক্তি শুনেছিলেন যা তাঁকে অনুপ্রাণিত করেছিল: “তোমার যদি আমাকে নিয়ে কোনো সমস্যা থাকে, টেক্সট পাঠাও। আর যদি আমার নম্বর না থাকে, তার মানে তুমি আমাকে যথেষ্ট চেনোই না। অতএব আমাকে নিয়ে তোমার সত্যিকার অর্থে কোনো সমস্যা থাকার কথা নয়।” হল্যান্ডের মতে, তারকা হিসেবে সকলের নজরে থাকাটাই তাঁর বেছে নেওয়া জীবন।

 

কিন্তু তাই বলে সবাইকে খুশি করা সম্ভব নয়। নিজের পরিবার, বন্ধু এবং প্রতিবেশীদের মতামত তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তিনি মানুষের কথাকে ইতিবাচকভাবে নিতে চেষ্টা করেন। ইনস্টাগ্রামে আসক্ত হয়ে পড়ার পর তিনি সিদ্ধান্ত নেন নিজের প্রোফাইলটি মুছে ফেলার, যাতে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।

 

কিন্তু সংবাদমাধ্যমগুলো বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছিল। হল্যান্ড বলেন, সাহায্য চাওয়াটা উৎসাহিত করা উচিত। এটি তাঁর সাম্প্রতিক সিরিজ দ্য ক্রাউডেড রুম-এরও মূল বার্তা। তিনি মনে করেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এবং সাহায্য চাওয়াকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করা উচিত।

 

এই নেতিবাচক প্রচারই তাঁকে দ্য ক্রাউডেড রুম সিরিজটি করতে আরও অনুপ্রাণিত করেছে। তাঁর মতে, যদি কেউ তাঁর ব্যক্তিগত মত গ্রহণ না করতে পারে, তবে অন্তত তাঁর অভিনয় থেকে বার্তাটি গ্রহণ করতে পারে। (সংক্ষেপিত)

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ