দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ১৯:০৬

চোখের নিচের ত্বকে সব ধরনের প্রসাধনী ব্যবহার করা যায় না

ত্বকের পরিচর্যায় ব্যবহৃত প্রসাধন তৈরিতে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে, তা অবশ্যই দেখে নেওয়া উচিত। কারণ ত্বকের অনেক উপকরণ চোখের নিচের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

### কেন চোখের নিচের ত্বক সংবেদনশীল?

মুখের অন্যান্য অংশের তুলনায় চোখের নিচের ত্বক বেশি সংবেদনশীল। কারণ এই অংশটি অনেক বেশি পাতলা এবং এতে তেল গ্রন্থি কম থাকে, ফলে তা কম আর্দ্র ও সুরক্ষিত থাকে। এছাড়াও, চোখের পেশি অনবরত গতিশীল থাকে, যার ফলে সহজেই বলিরেখা ও ভাঁজ দেখা দেয়।

 

### যেসব পণ্য চোখের নিচের ত্বকে এড়িয়ে চলবেন

– **অ্যান্টি এইজিং উপাদান:** এ ধরনের পণ্যে থাকা রেটিনয়েড চোখের চারপাশের ত্বকে জ্বলুনি, লালচেভাব, শুষ্কতা এবং খসখসেভাব সৃষ্টি করতে পারে।

– **স্যালিসাইলিক অ্যাসিড:** যদিও এটি ব্রণের বিরুদ্ধে কার্যকর, তবে চোখের নিচের ত্বকে এর ব্যবহারে জ্বলুনি ও শুষ্কতার সমস্যা দেখা দিতে পারে।

– **অ্যালকোহলভিত্তিক পণ্য:** টোনার বা অ্যাস্ট্রিজেন্টস ব্যবহার করলে চোখের নিচের ত্বক শুষ্ক হয়ে যায় এবং জ্বলুনি সৃষ্টি করতে পারে। এটি ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা শুষে নেয়।

– **এসেনশল অয়েল:** ত্বকের পরিচর্যায় ব্যবহৃত এসেনশল অয়েল, যেমন পেপারমিন্ট ও ইউক্যালিপটাস তেল, চোখের নিচের ত্বকে জ্বলুনি ও অস্বস্তি সৃষ্টি করতে পারে।

– **সুগন্ধি:** প্রসাধনীর মধ্যে থাকা সুগন্ধি সংবেদনশীল ত্বকে বিরক্তি সৃষ্টি করতে পারে। সুগন্ধির কারণে জ্বালাপোড়া, ব্যথা, চুলকানি ও লালভাব হয়।

 

চোখের নিচের ত্বকের যত্নে উপযুক্ত প্রসাধনী ব্যবহার করতে এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ