দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২০:৫০

তৈলাক্ত ত্বকে মধু ব্যবহার করার কারণগুলি:

**তৈলাক্ত ত্বকে মধু ব্যবহারের কারণ এবং উপায়**

 

তৈলাক্ত ত্বকে যা খুশি তা ব্যবহার করা ঠিক নয়। যে কোনো উপাদান বা প্রসাধনী ব্যবহারের আগে ভালোভাবে চিন্তা করতে হয়, কারণ এ ধরনের ত্বকে খুব সহজেই ব্রণ, র‌্যাশ বা তেলতেলে ভাব দেখা দেয়। তৈলাক্ত ত্বক অতিরিক্ত সিবাম উৎপন্ন করার কারণে এসব সমস্যা আরও প্রকট হয়।  রূপবিশেষজ্ঞদের মতে, ব্রণ এবং অতিরিক্ত তৈলাক্ত ভাব কমানোর জন্য মধু একটি কার্যকরী প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

 

### **তৈলাক্ত ত্বকে মধুর উপকারিতা**

মধু ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ, যা ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং ব্রণ ও প্রদাহ কমাতে সাহায্য করে। তাছাড়া, মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ফলে ত্বক থাকে নরম ও মসৃণ।

 

### **মধু ব্যবহারের সহজ উপায়**

 

#### **১. মধু ও ওটসের ফেসপ্যাক:**

– ১ কাপ মধু, ১/৪ কাপ ওটস, এবং ১ চামচ গরম পানি একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন।

– মিশ্রণটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন।

– শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

– ধোয়ার সময় আলতোভাবে ত্বক স্ক্রাব করুন, যা মৃত কোষ অপসারণে সহায়তা করবে।

 

#### **২. মধু ও লেবুর রসের টোনার:**

– ১ চামচ মধু এবং ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন।

– তুলোর সাহায্যে মিশ্রণটি মুখে লাগান।

– কয়েক মিনিট হালকা ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন।

– এটি ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করার পাশাপাশি পিএইচ ভারসাম্য বজায় রাখবে।

 

#### **৩. মধু ও দারুচিনির প্যাক:**

– ১ চামচ মধু এবং ১/২ চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন।

– প্রথমে ত্বক পরিষ্কার করে এই প্যাক লাগান।

– ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

– এই প্যাক ব্রণের প্রদাহ কমাতে এবং ত্বককে সজীব রাখতে কার্যকর।

 

তৈলাক্ত ত্বকের যত্নে নিয়মিত মধু ব্যবহার করে ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে পারেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ