দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২০:৩৪

শীতকালে চুল ও ত্বকের পরিচর্যায় করণীয়

**শীতে ত্বক ও চুলের যত্নে করণীয়**

 

শীতকালে ত্বক ও চুলের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। চেহারার স্বাভাবিক সৌন্দর্যও ম্লান হতে শুরু করে। তাই শীতের এই সময়ে ত্বক ও চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। সঠিক পণ্য ব্যবহার এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মাধ্যমে শীতেও ত্বক ও চুলকে উজ্জ্বল রাখা সম্ভব।

 

### **ত্বকের যত্ন:**

১. **ময়েশ্চারাইজার ব্যবহার করুন:**

– ময়েশ্চারাইজারযুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করুন।

– আলফা হাইড্রোক্সি অ্যাসিড বা ভিটামিন-ই সমৃদ্ধ ক্রিম ত্বকের জন্য উপকারী।

– দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

 

২. **গোসলের আগে ও পরে:**

– গোসলের আগে শরীরে হালকা অলিভ অয়েল লাগান।

– গোসল শেষে অল্প পানিতে সামান্য অলিভ অয়েল মিশিয়ে গা ধুয়ে নিন এবং নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে ফেলুন।

 

3. **সানস্ক্রিন ব্যবহার করুন:**

– শীতকালেও সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর।

– সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে ত্বকে বলিরেখা প্রতিরোধ করা যায়।

 

4. **ঠোঁটের যত্ন:**

– ঠোঁট শুষ্ক ও ফাটার সমস্যা দূর করতে রাতে গ্লিসারিন ব্যবহার করুন।

– জিভ দিয়ে ঠোঁট ভেজানো থেকে বিরত থাকুন।

 

5. **হাত-পায়ের যত্ন:**

– হাত ও পায়ের ত্বক ফাটার আগেই গ্লিসারিন লাগান।

 

### **চুলের যত্ন:**

১. **শ্যাম্পু বাছাই করুন:**

– চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু ব্যবহার করুন।

– চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো মানের শ্যাম্পু বেছে নিন।

 

২. **তৈলাক্ত চুল:**

– তৈলাক্ত চুলের ক্ষেত্রে স্ক্যাল্প পরিষ্কার রাখা জরুরি।

 

৩. **শুষ্ক চুল:**

– শুষ্ক চুলের জন্য হট অয়েল থেরাপি ব্যবহার করুন।

– কুসুম গরম অলিভ অয়েল দিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন এবং গরম তোয়ালে দিয়ে মাথা জড়িয়ে রাখুন।

 

৪. **চুল ধোয়ার সময় সতর্কতা:**

– ভেজা চুল কখনো আঁচড়াবেন না।

– তোয়ালে দিয়ে চুল ঘষা থেকে বিরত থাকুন।

– ভেজা অবস্থায় চুল বাঁধবেন না।

 

৫. **রাতে যত্ন:**

– রাতে ঘুমানোর আগে বজ্রাসনে বসে ধীরে ধীরে চুল আঁচড়ান।

 

### **খাদ্যাভ্যাস:**

– শীতকালীন সবজি যেমন শিম, বরবটি, শাক, মটরশুঁটি, ফুলকপি, ক্যাপসিকাম খাদ্যতালিকায় রাখুন।

– দেশি-বিদেশি ফল প্রতিদিন খান।

– ভোরে ঈষদুষ্ণ পানিতে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস মিশিয়ে খেলে ত্বক ও চুল উজ্জ্বল থাকে।

 

সঠিক যত্ন ও পুষ্টি নিশ্চিত করে শীতের শুষ্কতা থেকে ত্বক ও চুলকে রক্ষা করা সম্ভব।

 

**লেখক:**

সিনিয়র কনসালট্যান্ট

গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ

হাসপাতাল, রুম নম্বর ৪৩২

৩২ গ্রিনরোড, ঢাকা

যোগাযোগ: ০১৭১৫৬১৬২০০, ০১৯১১৪০৪২৭৫

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ