দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫০

তরুণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আসছে ‘রাইজ অ্যাবাভ অল ২০২৪’।

অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজ অ্যাবাভ অল’। ১৬ নভেম্বর, ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ বিশেষ আয়োজনটি তরুণ শিক্ষার্থী, পেশাদার ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে। ডন সামদানি ফ্যাসিলিটেশনের আয়োজনে এটি তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে সহায়ক হবে। এ বছরের মূল বক্তাদের মধ্যে থাকছেন: টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক, গ্রামীণ ডানোন-শক্তির ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, প্রথম আলোর প্রধান ডিজিটাল বিজনেস কর্মকর্তা জাবেদ সুলতান, স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরিফ জাহির, ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ পরিচালক সৈয়দা দুরদানা কবির, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান, আভিভা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মোস্তাফিজুজ্জামান, ইশোর ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের গ্রুপ সিইও সাজ্জাদ রহিম চৌধুরী, গ্রামীণফোনের মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন, হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, অভিনেত্রী সাফা কবির, অভিনেতা সিয়াম আহমেদ এবং আমিরার ব্যবস্থাপনা পরিচালক জাইনাব মাকসুদ।

 

এছাড়াও থাকবে আলোচনা অনুষ্ঠান, ‘শার্ক ট্যাংক লাইভ সেশন’, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিমের সঙ্গে একটি বিশেষ পর্ব, টু সেন্টস পডকাস্টের লাইভ সেশন, বিডি জবসের ক্যারিয়ার সেশন, আমিরার ফ্যাশন শো, মিনার রহমানের গানসহ আরও নানা আকর্ষণীয় আয়োজন।

 

এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে প্রথম আলো ডটকম।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট