দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৪০

চুলের যত্নে আনারস

আনারসের গুণের শেষ নেই। এক কাপ চা কিংবা ছুটির দুপুরে আনারস খাওয়া, আর এর সাথে আনারস দিয়ে হেয়ার প্যাক বানিয়ে চুলের যত্ন নেওয়া— এ তো বেশ জনপ্রিয়! আনারস খাওয়া যেমন শরীরের জন্য উপকারী, তেমনি চুলে ব্যবহারেও এর উপকারিতা অসাধারণ। বাজারের দামি হেয়ার জেল বা সিরামের বদলে যদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যায়, তাহলে সেটা অনেক বেশি স্বাস্থ্যকর। আনারসের ব্রোমেলাইন উপাদান চুলের জন্য খুবই উপকারী, যা খুশকির সমস্যা দূর করে এবং মাথার ত্বকের রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে। আনারসের প্রদাহনাশক গুণ মাথার ত্বকে থাকা সংক্রমণ কমাতে সাহায্য করে।

 

**আনারসের উপকারিতা চুলের যত্নে:**

 

1. **আনারস-নারকেল তেলের হেয়ার প্যাক:**

– আধ কাপ আনারসের রস

– ৩ চা চামচ নারকেল তেল

মিশিয়ে চুল ও মাথার ত্বকে ভালো করে মালিশ করুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। এটি চুলকে মসৃণ এবং উজ্জ্বল করে।

 

2. **আনারস-মধুর কন্ডিশনার:**

– আধ কাপ আনারসের রস

– ১ চা চামচ মধু

– ১ চা চামচ অলিভ তেল

সমস্ত উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে, রুক্ষ চুল নরম এবং শাইন করবে। সপ্তাহে অন্তত দু’দিন ব্যবহার করলে চুল পড়াও কমে যাবে।

 

3. **আনারস-দারুচিনির হেয়ার প্যাক:**

– ১ কাপ আনারসের রস

– ১ চা চামচ দারুচিনি

– ১ চা চামচ নারকেল তেল

মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে মালিশ করুন এবং ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি চুলের চুলকানি, ব্রণ বা র‍্যাশের সমস্যা দূর করবে এবং চুলের গুণগত মান বৃদ্ধি করবে।

 

আনারস দিয়ে তৈরি এই প্যাকগুলো চুলে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনবে এবং চুলের ক্ষতি কমাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট