দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫৫

একটা ধারণায় অন্ধভাবে আটকে থাকা কোনো গৌরবের বিষয় নয়।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক নানা বিষয়ে কথা বলেছেন।

 

প্রথম আগ্রহ, প্রথম চাকরি

টিম কুক জানান, তাঁর প্রথম আগ্রহ ছিল গণিত। তিনি ছিলেন ভালো ছাত্র এবং গণিতের জটিল সমস্যার সমাধান করতে ভালোবাসতেন। সেই সময় প্রকৌশলী হওয়ার ইচ্ছা ছিল, কারণ গণিত ও প্রকৌশলের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। তবে তাঁর প্রথম চাকরি ছিল পত্রিকা বিলির, যখন তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। ভোর তিনটায় উঠে পত্রিকা সংগ্রহ ও বিলি করতেন, আর এ কাজই তাঁকে কলেজে পড়ার সুযোগ করে দেয়। পরিবারে তিনিই প্রথম কলেজে পড়েছেন।

 

অ্যাপলে যোগ দেওয়া

স্টিভ জবসের সঙ্গে প্রথম কথোপকথনের সময় টিম কুক বুঝতে পারেন, তিনি একজন ব্যতিক্রমী সিইও। স্টিভের পণ্যের প্রতি নিবেদন এবং ছোট দলের প্রতি বিশ্বাস তাঁকে মুগ্ধ করেছিল। টিম কুক আরও উল্লেখ করেন, যে সময় অ্যাপল দেউলিয়া হওয়ার পথে ছিল, তখন অনেকে তাঁকে এই চাকরি নিতে নিষেধ করেছিল। কিন্তু তিনি স্টিভের দৃষ্টিতে এক ধরনের দ্যুতি দেখেছিলেন, যা তাঁকে আশ্বস্ত করেছিল।

 

স্টিভের কাছ থেকে শিক্ষা

স্টিভ জবস টিম কুককে উদ্ভাবনের গুরুত্ব এবং ছোট দলের কার্যকারিতা শিখিয়েছেন। তাঁর মতে, স্টিভ সেরা প্রতিভাবান ব্যক্তিদের নিয়োগ দিতে এবং তাঁদের ওপর আস্থা রাখতে বলতেন। স্টিভের একটি অসাধারণ দক্ষতা ছিল নতুন ধারণার জন্য নিজের চিন্তাভাবনা থেকে সরে আসা। টিম কুক বলেন, প্রথমে তিনি এই মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে পারেননি, পরে বুঝতে পেরেছেন এটি খুবই প্রয়োজনীয়।

 

তৈরির রহস্য

কোনো কিছু কীভাবে তৈরি হয়, তা কুককে সব সময়ই কৌতূহলী করেছে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করা টিম কুক সাপ্লাই চেইনকে শিল্পের মতো মনে করেন। বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে যেভাবে একটি পূর্ণাঙ্গ পণ্য তৈরি হয়, তা এক ধরনের ‘সিম্ফনি’র মতোই।

 

সকালের রুটিন

টিম কুক জানান, তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে ই-মেইল চেক করেন। বেশির ভাগ ই-মেইল আসে ক্রেতাদের কাছ থেকে, যাঁরা পণ্যের বিভিন্ন উন্নতির পরামর্শ দেন। কুক সমালোচনাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করেন এবং আত্মরক্ষার চেষ্টা না করে বুঝতে চান কীভাবে কাজগুলো আরও উন্নত করা যায়।

 

অনিশ্চয়তার আনন্দ

টিম কুক বলেন, তাঁর কাজের প্রতি ভালোবাসা রয়েছে, যদিও তিনি কখনো ভাবেননি এই জায়গায় পৌঁছাবেন। জীবনে পরিকল্পনার বাইরে অনেক কিছুই ঘটে, এবং সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলাই আসল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট