দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২৯

“জুলাই-আগস্টজুড়ে অনেক ছবি তুলেছি, তবে এই কিশোরের ছবিটি আমি কখনোই ভুলতে পারব না।”

২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলো পাঠকদের কাছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময়কার ছবি ও ভিডিও আহ্বান করেছিল। ‘ক্যামেরায় বিদ্রোহ’ শিরোনামের এই আয়োজনে সাড়া দেন অনেক পাঠক। বিচারকদের মতে, তৃতীয় সেরা হয়েছে আব্দুল্লাহ আল যুবায়েরের তোলা একটি ছবি। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটুটে পড়াশোনা করি। পরীক্ষা শেষে গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আন্দোলনের তীব্রতা দেখে ঢাকাতেই থাকার সিদ্ধান্ত নিই। ১০ জুলাই থেকে প্রতিদিনই ক্যামেরা নিয়ে বের হয়ে পড়তাম। বিশ্ববিদ্যালয় এলাকা, মতিঝিল, ফার্মগেট, মোহাম্মদপুর, বিজয় সরণিসহ ঢাকার বিভিন্ন স্থানে ছবি তুলেছি—চোখের সামনে যা দেখেছি, তা-ই ক্যামেরাবন্দী করেছি।”

 

পুরস্কার পাওয়া ছবিটি ৪ আগস্ট তোলা। সে দিনও ক্যামেরা নিয়ে ক্যাম্পাসে ছবি তুলছিলেন তিনি। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি দেখতে পান, মিছিল বেরিয়েছে। মিছিলকারীরা হাসপাতাল থেকে চারটি মরদেহ নিয়ে শহীদ মিনারে যাচ্ছিল। তিনি তাঁদের সঙ্গে শহীদ মিনারে যান। সেখানে গিয়েই রক্তাক্ত ও গুলিবিদ্ধ মরদেহগুলো দেখতে পান, আর দেখেন কিছু আহত ব্যক্তিও।

 

মৃতদেহগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল এক কিশোরের, যার বয়স পনেরো কিংবা ষোলো হবে বলে তার মনে হয়েছিল। জাতীয় পতাকায় ঢাকা ছিল তার রক্তাক্ত শরীর। তিনি বলেন, “আন্দোলনের সময় প্রতিদিনই গুলিবিদ্ধ মানুষ দেখেছি, কিন্তু সেদিন শহীদ মিনারে রাখা মরদেহগুলোর মধ্যে বিশেষভাবে ওই কিশোরের মৃতদেহটি দেখে থমকে গিয়েছিলাম। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে ছিলাম। তারপর হঠাৎ কেউ একজন পাশ থেকে ছবিটি তুলতে বলল, আর তখনই ছবিটি তুলি।”

 

তিনি আরও জানান, আন্দোলনের ছবি তিনি ফেসবুকে শেয়ার করতেন। ৫ আগস্টের আগে পর্যন্ত তাঁর পরিবার ছিল বেশ চিন্তিত, আর তিনি কিছুটা আতঙ্কিত হয়ে মাঝ July মাসে আজিমপুর থেকে ধানমন্ডির এক ভাইয়ের বাসায় আশ্রয় নেন।

 

“জুলাই-আগস্টজুড়ে অনেক ছবি তুলেছি, অনেক মানুষকে আহত এবং নিহত হতে দেখেছি, কিন্তু এই কিশোরের ছবিটি আমি কোনোদিন ভুলতে পারব না,”—এভাবে শেষ হয় তার স্মৃতিচারণা।

 

অনুলিখন: আবৃতি আহমেদ

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট