দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫০

নখে জেলপলিশ: নারীদের জন্য সতর্কবার্তা

আজকাল ফ্যাশনপ্রেমী নারীদের মধ্যে জেল নেইলপলিশের ব্যবহার জনপ্রিয়তা পেয়েছে। তবে চর্মরোগ বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এই প্রসাধনীটি হাত ও নখের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, জেলপলিশে এমন একটি রাসায়নিক পদার্থ রয়েছে যা ত্বকে অ্যালার্জির কারণ হতে পারে।ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব ডার্মাটোলজিস্ট জানিয়েছে, জেলপলিশে থাকা মেথাক্রিলেট নামক রাসায়নিক পদার্থ ত্বকের সংস্পর্শে চুলকানি, ফুসকুড়ি এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যার সৃষ্টি করতে পারে। এক গবেষণায় দেখা গেছে, এই রাসায়নিকের প্রভাবে ২ দশমিক ৪ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন।

 

এছাড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান দিয়েগোর এক গবেষণায় বলা হয়েছে, ভুলভাবে ইউভি ল্যাম্প ব্যবহার করলে জেলপলিশের ক্ষতিকর প্রভাব কমানো যায় না এবং এতে অ্যালার্জির আশঙ্কা বাড়ে। এমনকি, এটি ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী মিউটেশনও তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এখনও জেলপলিশের নিরাপত্তা নিয়ে গবেষণা চলছে।

 

ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব ডার্মাটোলজিস্ট আরও জানিয়েছে, জেলপলিশ ব্যবহারের ফলে নখ পড়া, ত্বকে ফুসকুড়ি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। এই প্রতিক্রিয়ার মূল কারণ হচ্ছে মেথাক্রিলেট রাসায়নিক। এর পাশাপাশি, কৃত্রিম নখ বা কৃত্রিম চোখের পাপড়ির আঠাও অ্যালার্জির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাড়িতে বা অদক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে নখে জেলপলিশ লাগানো হলে সমস্যা দেখা দিতে পারে।

 

**প্রতিকার কী?**

 

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বিউটিশিয়ানদের এবং নেইল এনহান্সমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য মেথাক্রিলেটযুক্ত পণ্য সরাসরি ত্বকের সংস্পর্শে না আনার কথা। তাদের কাজ করার সময় নিট্রাইল গ্লাভস পরা উচিত, এবং বাড়িতে হোম কিট ব্যবহার করলে সতর্কতা অবলম্বন করা দরকার।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট